পোরশায় ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা অভিযোগ

নওগাঁর পোরশায় এক ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছেন নুরুজ্জামান নামে এক প্রভাবশালী ব্যক্তি বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত (৫ ফেব্রুয়ারী) রবিবার সন্ধ্যায় উপজেলার তাঁতীপাড়া এলাকায়।
ঘটনায় ভুক্তভোগী শাহিজ উদ্দিন ওইদিন সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। ভুক্তভোগী পরিবার এনিয়ে সঙ্কায় দিন পার করছেন।অচিরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।
ঘটনার স্বীকার ভুক্তভোগী ভ্যানচালক হলেন, উপজেলার বারিন্দা মধ্যপাড়া গ্রামের মৃত মসির উদ্দিনের ছেলে শাহিজ উদ্দিন(৫০)।অপরদিকে অভিযুক্তরা হলেন, উপজেলার বারিন্দা মধ্যপাড়া গ্রামের নজির মহালতের ছেলে নুরুজ্জামান খাঁন(৪০) এবং ভাড়াটে সন্ত্রাসী সরাইগাছী গ্রামের আবুল বাশারের ছেলে তোহা (২৫)।
স্থানীয়রা জানান, প্রভাবশালী নুরুজ্জামান আওয়ামীলীগ দলের ক্ষমতা দেখিয়ে ধরাকে সরা করে এলাকা দাবড়িয়ে বেড়ান। তিনি পেশায় শিক্ষকতা ও দলিল লেখকের কাজ করেন। আবার কখনও কখনও সাংবাদিকের পরিচয় বহন করে ক্ষমতা বিস্তার করে থাকেন তিনি।
অভিযোগ সুত্রে জানাগেছে, পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশী ভ্যানচালককে হত্যার জন্য সন্ত্রাসীকে ভাড়া করেন শিক্ষক নুরুজ্জামান। পরিকল্পনানুযায়ী ঘটনার দিন সন্ধ্যায় তোহা নামে এক যুবক ওই ভ্যান চালককে কৌশলে নির্জন আম বাগানে নিয়ে যায়। এরপর ভ্যানচালককে এলোপাতাড়ি মারপিট করে গলা চেপে ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তোহা নামে ওই সন্ত্রাসী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এব্যাপারে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান খাঁন বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এর সাথে যুক্ত নয়, এমন মন্তব্য করে ভুক্তভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্টো হুমকি প্রদান করেন। এব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, এত বড় ঘটনা জানা নেই। অভিযোগ হয়েছে কিনা জানি না। তবে বিষটি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহনের কথা জানান।
এমএসএম / এমএসএম

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়
