ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

পোরশায় ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ১২:৯

নওগাঁর পোরশায় এক ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছেন নুরুজ্জামান নামে এক  প্রভাবশালী ব্যক্তি বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত (৫ ফেব্রুয়ারী) রবিবার সন্ধ্যায় উপজেলার তাঁতীপাড়া এলাকায়।

ঘটনায় ভুক্তভোগী শাহিজ উদ্দিন ওইদিন সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। ভুক্তভোগী পরিবার এনিয়ে সঙ্কায় দিন পার করছেন।অচিরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।
 
ঘটনার স্বীকার ভুক্তভোগী ভ্যানচালক হলেন, উপজেলার বারিন্দা মধ্যপাড়া গ্রামের মৃত মসির উদ্দিনের ছেলে শাহিজ উদ্দিন(৫০)।অপরদিকে অভিযুক্তরা হলেন, উপজেলার বারিন্দা মধ্যপাড়া গ্রামের নজির মহালতের ছেলে নুরুজ্জামান খাঁন(৪০) এবং ভাড়াটে সন্ত্রাসী  সরাইগাছী গ্রামের আবুল বাশারের ছেলে তোহা (২৫)। 

স্থানীয়রা জানান, প্রভাবশালী নুরুজ্জামান আওয়ামীলীগ দলের ক্ষমতা দেখিয়ে ধরাকে সরা করে এলাকা দাবড়িয়ে বেড়ান। তিনি পেশায় শিক্ষকতা ও দলিল লেখকের কাজ করেন। আবার কখনও কখনও সাংবাদিকের পরিচয় বহন করে ক্ষমতা বিস্তার করে থাকেন তিনি।

অভিযোগ সুত্রে জানাগেছে, পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশী ভ্যানচালককে হত্যার জন্য সন্ত্রাসীকে ভাড়া করেন শিক্ষক নুরুজ্জামান। পরিকল্পনানুযায়ী ঘটনার দিন সন্ধ্যায় তোহা নামে এক যুবক ওই ভ্যান চালককে কৌশলে নির্জন আম বাগানে নিয়ে যায়। এরপর ভ্যানচালককে এলোপাতাড়ি মারপিট করে গলা চেপে ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তোহা নামে ওই সন্ত্রাসী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এব্যাপারে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান খাঁন বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এর সাথে যুক্ত নয়, এমন মন্তব্য করে  ভুক্তভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্টো হুমকি প্রদান করেন। এব্যাপারে পোরশা থানার অফিসার  ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, এত বড় ঘটনা জানা নেই। অভিযোগ হয়েছে কিনা জানি না। তবে বিষটি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহনের কথা জানান।

এমএসএম / এমএসএম

পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ

দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা

কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের

মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা

‎কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার