হাটিকুমরুলে ভোগান্তির আরেক নাম জোড়া তালি যুক্ত মহাসড়ক

উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বর এলাকা দিয়ে প্রতিদিন শত শত পানি ভরতী মাছের ট্রাক চলাচলের কারণে হাটিকুমরুল-বনপাড়া,বগুড়া,পাবনা,
সিরাজগঞ্জের উল্লাপাড়া উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বর দিয়ে বিশেষ কায়দায় ট্রাকে পানি ভর্তি করে তাজা মাছ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সেই ট্রাকগুলোর উপরিভাগে পানি নিয়ন্ত্রণে নেই কোনো ব্যবস্থা।
ফলে হাটিকুমরুল-বনপাড়া,হাটিকুমরুল-
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জেলা থেকে শতশত পানিভর্তি মাছের ট্রাক উপজেলার হাটিকুমরুল মহাসড়ক দিয়ে যাতায়াত করে। তবে মাছবাহী ট্রাকগুলোর পানি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেই।
মৎস্য সরবরাহকারীদের তথ্যমতে জানা যায়, বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন ট্রাকভর্তি তাজা মাছ সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ সারা দেশে। আর সেই মাছ তাজা রাখতে ট্রাকগুলো বিশেষ কায়দায় পানিভর্তি করে রাখতে হয়। এরপর পুকুর থেকে তাজা মাছ তুলে সেগুলো ট্রাকে রাখা পানিতে ছেড়ে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায় উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বরে, প্রতিটি ছোট-বড় মাছবাহী ট্রাকের উপরিভাগে পানি নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে ওই ট্রাকগুলোর পানি মহাসড়কসহ আঞ্চলিক সড়কজুড়ে পড়তে থাকে। সড়কে গর্ত থাকলে বা কোথাও ওই মাছবাহী ট্রাক ব্রেক করলে সেখানেই উপচে পড়ে পানি। সড়কে যাতায়াতকারীদের ওপরও কখনো কখনো পড়ে মাছের পানি।
হাটিকুমরুল এলাকার কাপোর ব্যবসায়ী আব্দুল বারিক বলেন, আমি ব্যাবসা করি তাই প্রতিদিন রাস্তা পারা পার হতে হয়। আমি তিন দিন মাছের গাড়ির পানিতে ভিজে গেছি, তবে মাছের ট্রাকের পানি প্রতিদিন পড়ে মহাসড়ক বেহাল অবস্থা হয়েছে, কাকে বললো দেখার কেউ নাই।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল কবীর জানান ‘মাছের ট্রাকের পানিতে জনদুর্ভোগ বা মহাসড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে, পানিভর্তি মাছের ট্রাক চলাচলে প্রতিনিয়ত মামলা দিচ্ছি। ও শৃঙ্খলা ফেরাতে খুব তারাতারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এমএসএম / এমএসএম

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
