কুড়িগ্রামে আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ'

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ মিনিটে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে আওয়ামী লীগসহ নয় ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকগণ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আশা শুরু করেন। শ্লোগানে শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে। অল্পসময়ের মধ্যে সমাবেশ স্থল কানায় কানায় পুর্ণ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক সহঃ অধ্যাপক মোঃ আব্দুল কাদের।
ভোগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাপ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় এবং সভাপতি ওসমান গণি মাস্টারের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহঃ অধ্যাপক মোঃ আব্দুল কাদের, ভোগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিজাউল ইসলাম ও রিয়াজুল করিম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহের জামাল ও শিহাব, যুবলীগের সভাপতি সাপদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুর মোহামেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক ফেরদৌসী যুবলী, বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখন বিএনপি-জামায়াত দেশের উন্নয়নে ঈর্ষাণ্বিত হয়ে আবারও অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করছে। বক্তারা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে তৃণমুলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান।
ভোগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাপ উদ্দিন মাস্টার বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। তিনি দক্ষতার সাথে বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুমোরপুর মাদ্রাসা কক্ষে ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করেন। সেই মতবিনিময় সভায় উপস্থিত সকলে শান্তি সমাবেশ সফল করার প্রতিশ্রুতি দেন। ফলশ্রুতিতে আজ ভোগডাঙ্গা ইউনিয়নের শান্তি সমাবেশে দুই সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি শান্তি সমাবেশকে সাফল্যমন্ডিত করে তোলে। শান্তি সমাবেশ সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই নেতা।
এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Link Copied