ভালোবাসা দিবসের কবিতা

ভাবনার অতল স্পর্শে তুমি
সোহাগ রেজা
সারাটা সময়-
তোমার চিন্তায় মগ্ন থাকি?
নাহ; ঠিক তেমনটা নয়!
তবে যতটা সময় ভাবি;
ততটা সময় যেন;
অতি আপন;
ভীষণ কাছের; আর-
অত্যন্ত নীবিড়তায় ঘেরা মনে হয়!কী যে দারুণ!
কী যে অনুভবের!
তা নিজে বুঝা যায়;
কিন্তু; বুঝানো যায় না!
সে আহ্বানে কী আছে জানি না!
মন চায় বারংবার সাড়া দিতে!
শুধু কল্পনায় নয় বাস্তবেও!ভাবনার অতলস্পর্শে তুমি!
তাই অজানা ইচ্ছেগুলো
হয়ে ওঠে তীব্র!
প্রতিটি মুহূর্তের কিছু মুহূর্ত থাকে বলেই-
জীবন সুন্দর! এতটা...!
এমএসএম / এমএসএম

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ

মজার প্রাইমারি স্কুল

ভিন্নতা ছিল না সেদিনও

বিজয় এলো
Link Copied