ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ভালোবাসা দিবসের কবিতা


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৩:৪৩

ভাবনার অতল স্পর্শে তুমি
        সোহাগ রেজা
 
সারাটা সময়-
তোমার চিন্তায় মগ্ন থাকি?
নাহ; ঠিক তেমনটা নয়!
তবে যতটা সময় ভাবি; 
ততটা সময় যেন;
অতি আপন;
ভীষণ কাছের; আর-
অত্যন্ত নীবিড়তায় ঘেরা মনে হয়! 

কী যে দারুণ!
কী যে অনুভবের!
তা নিজে বুঝা যায়;
কিন্তু; বুঝানো যায় না!
সে আহ্বানে কী আছে জানি না!
মন চায় বারংবার সাড়া দিতে!
শুধু কল্পনায় নয় বাস্তবেও!

ভাবনার অতলস্পর্শে তুমি!
তাই অজানা ইচ্ছেগুলো
হয়ে ওঠে তীব্র!
প্রতিটি মুহূর্তের কিছু মুহূর্ত থাকে বলেই- 
জীবন সুন্দর! এতটা...!

এমএসএম / এমএসএম