শৈশবের প্রেম আমার

শৈশবের প্রেম আমার
এস. এম. সোলায়মান
আজ কতগুলো বছর পর তোমার সাথে দেখা, কত জমানো অনুভুতি
কত কথা তোমায় নিয়ে অথচ কিছুই বলা হলোনা
সেই ছোট্ট বেলার মতো সবই জমে রইলো মনের অন্ধ কুঠিরে।
কেমন আছো, কোথায় আছো, বিয়ে করলে কবে
এই তিনেই সীমাবদ্ধ দীর্ঘসময়ের ছোট্ট সেই আলাপচারিতা
সময়ক্ষেপন শুধু নির্বাক নীরাবতা আর দীর্ঘশ্বাসে।
শৈশবের সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে
তুমি আমি কত কাছাকাছি অথচ কথা নেই কারো সাথে
কি এক কারণহীন লজ্জায় লাল দু’জন নির্বাক দর্শক দু’জনার।
আজো অনেকটা সেই শৈশবের মতো দৃশ্য কিন্তু গল্প টা সম্পূর্ন ভিন্ন,
সেই একই চরিত্র আজো কিন্তু মনে হারিয়ে ফেলার এক কষ্ট
শৈশবে না বলতে পারা এক অনুশোচনার।
কত সহস্র দিন পার করে দেখা দু’জনার কিন্তু অনুভূতি সেই ফেলে আসা
শৈশবের মতো চোখে তাকাতে না পারা, মাথা নিচু করে শুধু মুখের বুলি
আর নির্বাক দর্শক হয়ে তাকিয়ে থাকা তোমার চলে যাওয়া রাস্তায়।
কখনো কি মনে পড়তো আমার কথা বা শৈশবের সেই স্মৃতি?
নাহ! করতে পারিনি এই প্রশ্ন । মাথা নিচু করে তুমিও হয়তো খুজছিলে
শৈশবে ফেলে আসা স্মৃতির ছেড়া পাতা ময়লায় ঢাকা রাস্তায়।
জানি না আর দেখা হবে কিনা, হয়তো এটাই শেষ সাক্ষাৎ এ ভূবনে
হয়তো হবেনা শৈশবের নির্বাক দর্শক কিংবা রাস্তায় স্মৃতি খোঁজা
শুধু হারানো শৈশবের স্মৃতিতে জড়ানো তুমিতে মুদবো এ ধরায়।
এমএসএম / এমএসএম

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
