ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

টাঙ্গাইলে মায়ের পা ধুয়ে ভিন্ন আয়োজনে ভালোবাসা দিবস উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৪-২-২০২৩ দুপুর ৪:২১
টাঙ্গাইলে মায়ের পা ধুয়ে ভিন্ন আয়োজনে ভালোবাসা দিবস উদযাপন করা হলো। ভালোবাসা দিবসে শুধু তরুণ-তরুণীর যুগল প্রেম নয়। এর বাইরেও যে ভিন্ন কিছু হতে পারে, তা দেখিয়ে দিল টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের খুদে শিক্ষার্থীরা। বিশেষ এ দিনে মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানালো প্রায় দেড় শতাধিক শিশু। প্রতিবারের ন্যায় এবারও টাঙ্গাইল জেলা শহরের দৃষ্টিনন্দন এসপি পার্কে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এসপি পার্কে মা’য়েদের হাত ধরে আসতে থাকে শিক্ষার্থীরা। এরপর মায়েরা পার্কে সারিবদ্ধভাবে বসার পর মগে  পানি নিয়ে সন্তানেরা পা ধুয়ে দেয়। এরপর ভালোবাসার স্লোগান সম্বলিত মেডেল মায়েদের গলায় পরিয়ে দেয় শিশুরা। এ সময় সন্তানদের এমন ভালোবাসায় আবেগ-আল্পুত হয় মায়েরা। একজন অভিভাবক বাধন চৌধুরী বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাবো, কখনো কল্পনা করিনি। শিশুদের ছোট থেকে যা শেখানো হবে বড় হয়ে তারা তা অনুসরণ করবে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এ রকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা-বাবার প্রতি সন্তানরা দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হবে। শিশু অধরা দাস বলে, আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। মাকে মেডেল পরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে।
এ দিকে অনামিকা নামে আরেক শিশু বলে, মাকে অনেক ভালোবাসি। মা যখন অফিসে থাকে আমি খুব মিস করি। আজকে মাকে সারা দিন কাছে পেয়েছি। মায়ের পা ধুয়ে দিয়েছি। এখানে বন্ধুরা অনেক মজা করেছি। শিক্ষকরা আমাদের মজার-মজার চকলেটও উপহার দিয়েছে।
এ বিষয়ে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের কর্নধার নওশাদ রানা সানভী বলেন, আমরা মনে করি ভালোবাসা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগিদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই আমরা এই আয়োজন করে থাকি।  প্রতিটি শিশুকে শিখিয়ে থাকি, বড় হয়ে ভালো মানুষ হতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও রাইট ফেয়ারের চেয়ারম্যান ফরিদ আহমেদ সাথী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাত জিরিয়া খান ছোঁয়া। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান দেখিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমন অনুষ্ঠান আমি প্রথম দেখলাম।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ