ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলে মায়ের পা ধুয়ে ভিন্ন আয়োজনে ভালোবাসা দিবস উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৪-২-২০২৩ দুপুর ৪:২১
টাঙ্গাইলে মায়ের পা ধুয়ে ভিন্ন আয়োজনে ভালোবাসা দিবস উদযাপন করা হলো। ভালোবাসা দিবসে শুধু তরুণ-তরুণীর যুগল প্রেম নয়। এর বাইরেও যে ভিন্ন কিছু হতে পারে, তা দেখিয়ে দিল টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের খুদে শিক্ষার্থীরা। বিশেষ এ দিনে মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানালো প্রায় দেড় শতাধিক শিশু। প্রতিবারের ন্যায় এবারও টাঙ্গাইল জেলা শহরের দৃষ্টিনন্দন এসপি পার্কে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এসপি পার্কে মা’য়েদের হাত ধরে আসতে থাকে শিক্ষার্থীরা। এরপর মায়েরা পার্কে সারিবদ্ধভাবে বসার পর মগে  পানি নিয়ে সন্তানেরা পা ধুয়ে দেয়। এরপর ভালোবাসার স্লোগান সম্বলিত মেডেল মায়েদের গলায় পরিয়ে দেয় শিশুরা। এ সময় সন্তানদের এমন ভালোবাসায় আবেগ-আল্পুত হয় মায়েরা। একজন অভিভাবক বাধন চৌধুরী বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাবো, কখনো কল্পনা করিনি। শিশুদের ছোট থেকে যা শেখানো হবে বড় হয়ে তারা তা অনুসরণ করবে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এ রকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা-বাবার প্রতি সন্তানরা দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হবে। শিশু অধরা দাস বলে, আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। মাকে মেডেল পরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে।
এ দিকে অনামিকা নামে আরেক শিশু বলে, মাকে অনেক ভালোবাসি। মা যখন অফিসে থাকে আমি খুব মিস করি। আজকে মাকে সারা দিন কাছে পেয়েছি। মায়ের পা ধুয়ে দিয়েছি। এখানে বন্ধুরা অনেক মজা করেছি। শিক্ষকরা আমাদের মজার-মজার চকলেটও উপহার দিয়েছে।
এ বিষয়ে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের কর্নধার নওশাদ রানা সানভী বলেন, আমরা মনে করি ভালোবাসা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগিদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই আমরা এই আয়োজন করে থাকি।  প্রতিটি শিশুকে শিখিয়ে থাকি, বড় হয়ে ভালো মানুষ হতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও রাইট ফেয়ারের চেয়ারম্যান ফরিদ আহমেদ সাথী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাত জিরিয়া খান ছোঁয়া। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান দেখিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমন অনুষ্ঠান আমি প্রথম দেখলাম।

এমএসএম / এমএসএম

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল

মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদারের গণজাগরণ, বালিগ্রামে দুই ওয়ার্ডে নতুন কমিটি

জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত