ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৪-২-২০২৩ রাত ১০:২৭

 রাজধানীর যাত্রাবাড়ি আর.কে মিশন রোড ও ডেমরা পাইটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ও ঢাকা জেলা প্রসাশন। মঙ্গলবার  ১৪ ফেব্রুয়ারী এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ৫ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার  পাশাপাশি ২ লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ টিকাটুলি এলাকাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী। তিতাসের পক্ষে নেতৃত্ব দেন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।

এ বিষয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম দৈনিক সকালের সময় কে বলেন, ২টি আবাসিক বাড়ি এবং ২টি বানিজ্যিক প্রতিষ্টানে অবৈধভাবে তিতাসের সংযোগ এনে ব্যাবহার করছিলেন এবং একটি বাড়িতে বকেয়া পাওনা ছিল।খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধ ভাবে  ব্যবহৃত গ্যাস সংযোগ ও বকেয়া গ্রাহকের  সংযোগ বিচ্ছিন্ন করা হয়।আর.কে মিশন রোড এলাকার ১৩৯ নং হোল্ডিংয়ে ক্যাফে সিয়াম নামক একটি প্রতিষ্ঠান  অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল।অবৈধ ভাবে ব্যাবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং মালিককে নগদ ৭০ হাজার টাকা জড়িমানা করা হয়।

 এ ছারাও ডেমরা পাইটি এলাকার লতা ব্রান্ড মশার কয়েল কারখানায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ এনে মশার কয়েল উৎপাদন করে আসছিল।পরে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এ সময় কারখানার মালিক কবির কে না পাওয়ায় ৭ টি মটর ১৪ টি মশার কয়েল তৈরির ডাইস,১০০ মিটার পাইপ জব্দ করা হয়। এবং কারখানাটি সিলগালা করা হয়।

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনাকালে আর.কে মিশন রোডের নাবিলা মঞ্জিল ৮৩/৩ নং হোল্ডিং মালিক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, এছাড়াও ৮৪/১ হোল্ডিং মালিক তোতা মিয়াকে অতিরিক্ত চুলা ব্যাবহার করার কারনে ১ লক্ষ টাকা,৮৪/১ আর.কে মিশন রোডের বাড়ির মালিক কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আহসান উল্লাহ নামক বাড়ির মালিক ৩ টি ডাবল চুলার অনুমোদন এনে ৯ টি ডাবল চুলা ব্যাবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।

এমএসএম / এমএসএম

পলিথিন ও প্লাস্টিক বর্জনের অঙ্গীকার ক্ষতিকর প্লাস্টিক দূষণে বেশী দায়ী দেশের তরুণ এবং যুব জনগোষ্ঠী

এসএ টিভির টকশোতে পাকিস্তানের হাইকমিশনার

ই-ক্লাবের নতুন সভাপতি অন্তু করিম, সম্পাদক সোলায়মান আহমেদ জিসান

রবিনের সঞ্চালনায় ২০২৫ যুবদলের কর্মীসভা

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ঘুস নেয়ার অভিযোগ

মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জাগ্রত পার্টির চেয়ারম্যান

আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা

সিআরআই'র অফিসে খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক

আদালতে বিচারাধীন মামলার পরেও করিমকে রাজউকের দায়মুক্তি

ভাষার মাসে অনুষ্ঠিত হচ্ছে চতুর্দশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের কালো টাকা পাহাড়

কদমতলী থেকে চুরি হওয়া ৪ কোটি টাকার মালামাল কেরানিপাড়া থেকে উদ্ধার