তোমায় দেব শিশির বিন্দুর নাকফুল কবিতা বইয়ের মোড়ক উন্মোচন

বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল এর লেখা কবিতার বই“তোমায় দেব শিশির বিন্দুর নাকফুল” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু,সাধারণ সম্পাদক আতাউল রহমান সানিসহ দোহার উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন।
“তোমায় দেব শিশির বিন্দুর নাকফুল” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা বলেন, কবিতার বইটিতে নানামুখী ভাবনার সমন্বয় ঘটেছে। প্রতিটি কবিতা পাঠককে দৃঢ়চেতা হওয়ার প্রেরণা যোগাবে। দেশের প্রতি ও মানুষ মানুষের প্রতি মমতাবোধ বাড়াবে। পাঠকরা এ থেকে উপকৃত হবেন। তাছাড়া পাঠকদের মনের জানালাও খুলে দেবে এই বইটি। নতুন প্রজন্মকে প্রেরণা জোগাতে সহায়তা করবে। মানুষ হয়ে উঠবে আশাবাদী।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বইটির বিষয়ে বলেন, বই“তোমায় দেব শিশির বিন্দুর নাকফুল” নামের বইটি ভারতের কোলকাতায় অনুষ্ঠিত বইমেলার অন্যপ্রকাশ স্টলে পাওয়া যাচ্ছে এছাড়া রাজধানী ঢাকাতে অমর একুশে বইমেলা ২০২৩-এ বিভিন্ন স্টলে রয়েছে বইটি। আমার লেখা বইটি তরুণ পাঠকদের উদ্বুদ্ধ করবে বলে আমি মনে করছি।
প্রীতি / প্রীতি

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
