ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ভুয়া ডাক্তারের হামলায় ডেমরায় ৪ সাংবাদিক আহত, ওসির অসৌজন্যমূলক আচরণ


সোহরাওয়ার্দী photo সোহরাওয়ার্দী
প্রকাশিত: ১৭-২-২০২৩ বিকাল ৬:৪৭
রাজধানীর ডেমরায় ভুয়া ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গেলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 'বাংলা টিভি' ক্যামেরাম্যান  ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার হৃদয় ইসলাম চুন্নুসহ ৪ সাংবাদিক উপর ভুয়া ডাক্তার মোঃ কামরুজ্জামান ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৪ টায়  পূর্ব বক্সনগর দারুন নাজাত মাদ্রাসা সংলগ্ন ৬৭নং ওয়ার্ড সারুলিয়া ডেমরা নাজাত মেডিকেল কমপ্লেক্স এন্ড  ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের নামে মামলা দেওয়ার হুমকি দেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান।
 
ডেমরা থানা এলাকার পুর্ববক্সনগরে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে একটি ভুয়া ডায়াগনষ্টিক সেন্টার স্থাপন করে কামরুজ্জামান নামের এক ব্যক্তি ডাক্তার পরিচয়ে বিএমডিসির ভুয়া রেজিস্ট্রেশন লাগিয়ে রোগী দেখার নামে প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন যাবত।ডাক্তার সেজে দীর্ঘদিন যাবত নিয়মিত রোগীদের ব্যাবস্থাপত্র দিতেন তিনি।ডাক্তার না হওয়া স্বত্বেও দীর্ঘদিন যাবৎ ডাক্তার সেজে সাধারণ জনগনের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি। সে বিএমডিসির একটি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে যার নম্বর-১৪৪১৭ । ওই রেজিস্ট্রেশন নাম্বার সার্চ দিলে দেখা যায় তা এস এম আফতাব- ই আলমের।ডেমরা থানার ওসি শফিকুর রহমানকে প্রতি মাসে মোটা অংকের মাশোহারা দিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছিলেন বলেও জানা গেছে।
 
ভুক্তভোগীদের অভিযোগ ডাক্তার পরিচয় দিয়ে মো. কামরুজামান এমবিবিএস পাস না করে দীর্ঘদিন যাবত সহজ সরল সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন।
সন্ত্রাসীদের হামলায় আহত ৪ সাংবাদিক হলেন,বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 'বাংলা টিভি' ক্যামেরাপারসন মোঃ সারোয়ার হোসেন জীবন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার হৃদয় ইসলাম চুন্নু, আল-আমিন, ও সোহেল।
 
ভুয়া ডাক্তার কামরুজ্জামান ও তার পালিত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়, সাংবাদিকদের বহনকারী একটি প্রাইভেট কারভাঙচুর করে, এবং হৃদয় ইসলামের পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার সময় আহত সাংবাদিকরা ডেমরা থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উল্টো দুই সাংবাদিককে গাড়িতে তুলে নিয়ে যায় এবং পাঁচ ঘণ্টা আটকে রাখার পর বিভিন্ন গণমাধ্যমের ১৫-২০ জন সাংবাদিক থানায় গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে।ক্যামেরাসহ দুই সাংবাদিককে ডেমরা থানার এসআই সায়মুম ৫ ঘন্টা আটকে রেখে ভুয়া ডাক্তারের তথ্য সংগ্রহ করা ভিডিও আরো গুরুত্বপূর্ণ ভিডিও ডিলেট করে দেয়।এসময় আটক  দুই জনের কাছে এসআই সায়মুম দুই লাখ টাকা দাবি করেন। তা না হলে চাঁদাবাজি মামলা দিয়ে জেল হাজতের প্রেরণের ভয় দেখায়। 
 
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টারের ক্যামেরা ফেরত দেয়নি। খোঁজ নিয়ে  জানা যায় ওসি শফিকুর রহমান ডা.কামরুজ্জামানের সাথে ভাল সম্পর্ক। ঘটনার পর সংবাদিক নিযাতনের ঘটনায় ডেমরা থানায় সিনিয়ার সাংবাদিকের একটি টিম গেলে ওসি শফিকুর রহমান  সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ বিষয়ে কথা বললে ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদার দৈনিক সকালের সময় কে বলেন, বিষয়টি নিয়ে আমি ডেমরা থানার ওসির সাথে কথা বলব।

এমএসএম / এমএসএম

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই

৮০০০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ

এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি- বিএমজিটিএ'র

নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংষ্কার হবে : আমিনুল হক 

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে EC4J-এর প্রি- ওয়ার্কশপ এর আয়োজন

বাচসাস পরিবার দিবসে কিংবদন্তি অভিনেত্রী আনোয়াকে সম্মাননা

সচিবালয়ে আগুন পরিকল্পিত: ইকরামুল

মোহাম্মদপুরে ব্যাংক ডাকাতির ঘটনায় ১৬ দিনেও উদ্ধার হয়নি ডাকাতি হওয়া টাকা

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে পরিবার পরিকল্পনা (কারিগরি মেডিকেল) ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি

যাত্রাবাড়ি থানার ওসি মুখে মুখে ভালো কথা বললেও হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার করতে অনীহা: নবী উল্লাহ নবী

হত্যাচেষ্টায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা

মিজান, মতিন বিসিএ'র সভাপতি, সাধারন সম্পাদক পূনর্নির্বাচিত