ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

খুলনায় চলছে কঠোর লকডাউন


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২১ দুপুর ৩:৩৩

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী শুক্রবার (২৩ জুলাই) ভোর থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। খুলনা মহানগরীসহ ৯ উপজেলা ও দুটি পৌরসভার মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। তৎপর রয়েছেন প্রশাসনের সদস্যরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যাত্রীবাহী পরিবহন খুলনা থেকে ছেড়ে যায়নি। তবে রাতে যে সকল বাস ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়েছে তার দু-একটা সকালের দিকে দেখা গেছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই বাড়ি থেকে বের হয়নি। নগরীর  প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে কয়েকটি ফলের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। দু-একজন চলাচল করলেও পুলিশের চেকপোস্টের কাছে এসে তাদের জবাবদিহি করতে হচ্ছে। অকারণে মোটরসাইকেলে ঘোরাঘুরির কারণে কয়েকজনকে পুলিশের মুখোমুখি হতে হয়েছে। আটক করা হয়েছে অনেকের গাড়ি। দূরপাল্লার বাসের কয়েকজন যাত্রীকে মালামাল নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গাড়ির জন্য। সকাল থেকে নগরীর কোথাও কোন গণপরিবহন চলতে দেখা যায়নি।

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে খুলনার উদ্দেশে আসেন জনৈক আব্দুর রহমান।। ঈগল পরিবহনের গাড়ি থেকে স্ট্যান্ডে দাঁড়িয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করেন দাকোপ যাওয়ার জন্য। কোনো পরিবহন না পেয়ে ভ্যানে চড়ে যান গল্লামারী। সেখান থেকে আবারো ভ্যানে চড়ে বাড়িতে যাবেন বলে জানান।

অনেককেই মোটরসাইকেলে করে নগরীতে ঘুরতে দেখা যায়। তবে শিববাড়ী মোড়ে বা ময়লাপোতা এসে পুলিশের কাছে অনেককে ধরা পড়তে দেখা গেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে কোনো উত্তর দিতে না পারায় বশেকয়েকটি মোটরসাইকেল আটক করতে দেখা গেছে।

এদিকে মূল সড়ক ফাঁকা থাকলেও নগরীর অলিগলিতে রয়েছে জনসমাগম। খোলা রয়েছে চা ও কিছু মুদি দোকান। অর্ধেক সাটার নামিয়ে সেখানে চলছে সব বয়সী মানুষের আড্ডা। পুলিশের গাড়ি দেখামাত্র দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছে।

খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, সরকারি প্রজ্ঞাপনে যে নির্দেশগুলো দেয়া আছে সেগুলো জনগণ মানছে কি-না আমরা সেটা দেখব। যৌক্তিক কারণ ছাড়া যারা ঘর থেকে বাইরে বের হবে বা আড্ডা দেবে সেখানে আমরা অভিযান চালিয়ে তাদের বাড়ি পাঠানোর চেষ্টা করব। এরপরও তারা না শুনলে মামলা দেব। দুটি টিম নগরীতে কাজ করছে। তাদের সাথে রয়েছে এপিবিএনের সদস্যরা। প্রয়োজনে অন্য বাহিনীর সদস্যরাও অভিযানের সাথে যোগ হবে।

এদিকে ভোর থেকে জেলার ৯ উপজেলায় ও দুটি পৌরসভা এলাকায় মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভ্যান ও ইজিবাইকে চড়ে বিভিন্ন উপজেলা থেকে কাটা পথে নগররীতে আসতে দেখা গেছে।

জামান / জামান

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ