ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

রাবির স্ট্রিয়ারিং কমিটির নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র উধাও


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১৭-২-২০২৩ বিকাল ৬:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (স্টিয়ারিং কমিটি) নির্বাচনের আগে এক সদস্য প্রার্থীর মনোনয়নপত্র উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে এ অভিযোগ করেন স্ট্রিয়ারিং কমিটি নির্বাচনের সদস্য পদপ্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ। 

জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (স্টিয়ারিং কমিটি) নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি। একজন আহ্বায়ক ও ২০ জন সদস্য পদের জন্য দুটি প্যানেল গঠন হয়েছে। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক আবু বকর ইসমাইল আহ্বায়ক প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন অধ্যাপক মুসতাক আহমেদ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) জুবেরী ভবনে অধ্যাপক মুসতাক আহমেদকে ডেকে নিয়ে নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেন গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক জুলফিকার আলী। অধ্যাপক মুসতাক নির্বাচনে প্রার্থী না হতে চাইলে উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মামুনুর রশীদ সরকার (মাসুদ) ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিকুজ্জামান জোয়ার্দারের অনুরোধে নমিনেশন পূরণ করে নিজের স্বাক্ষর দিয়ে চলে যান তিনি। পরে ১৫ তারিখ নমিনেশন পেপার যাচাই-বাছাই করার পর জমা দেয়ার সময় অধ্যাপক মুসতাক আহমেদের নমিনেশন ফরম গায়েব করে দিয়ে অন্য এক জনকে প্রার্থীর নমিনেশন পেপার জমা দেওয়া হয়।

এ বিষয়ে মুসতাক আহমেদ বলেন, আমার স্বাক্ষরিত নমিনেশন পেপার ফেরত চাই। তারা আমার স্বাক্ষর জালিয়াতি করে অন্য কোনো অপকর্মে লাগাতে পারে। শুধু তাই নয়, পরবর্তীতে ওই প্যানেলে যাদের নাম আমি দেখেছি তাদের সাথে আমার নামটি না যাওয়াই যথার্থ হয়েছে। তবে শিক্ষকদের নির্বাচনে এমন কর্মকাণ্ড উচিত নয়। 

এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক জুলফিকার বলেন, 'নমিনেশন গায়েব করা হয় নাই। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি তাকে জানানো হয়েছিলো। তিনি সেটা মেনেও নিয়েছিলেন।'

এ বিষয়ে উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ সরকার (মাসুদ) বলেন, 'নিয়ম অনুযায়ী প্রার্থী নিজেই অথবা তার প্রতিনিধি নমিনেশন সংগ্রহ করে। পরে প্রার্থীর সাক্ষর করা নমিনেশন সে নিজেই অথবা তার প্রতিনিধি জমা দেয়। যেহেতু আমি তার হয়ে মনোনয়ন উত্তোলন করিনি তাই আমি এ বিষয়ে কিছু জানিনা।'এ বিষয়ে জানতে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শফিকুজ্জামান জোয়ার্দ্দারকে একাধিকবার ফোন করেলেও তিনি রিসিভ করেনি। 

এই প্যানেলের আহ্বায়ক অধ্যাপক আবু বকর ইসমাঈল বলেন, 'এ বিষয় জানা নাই। জেনে দেখবো বিষয়টা।'সার্বিক বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান বলেন, 'প্রার্থী আসলে কে হবেন এসব বিষয় হলো নিজস্ব প্যানেলের সিদ্ধান্ত। এসব বিষয়ে আমার কিছু করার নেই।'

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি