ড. জোহার রক্তের সিঁড়ি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা তড়ান্বিত হয়েছিল : শামসুল হক টুকু

ড. জোহার রক্তের সিঁড়ি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা তড়ান্বিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আজ শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রসায়ন বিভাগের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শামসুল হক বলেন, ড. জোহা রক্ত দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে স্বীকৃতি দিয়েছিলেন। শুধু তাই নয় তিনি বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে আগরতলা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি জোড়াল হয়েছিল। এরপর নির্বাচন হলো তারপর বাঙালি জাতির পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব অবিসংবাদিত নেতা হিসেবে আবিভূত হলেন। জোহা ১৮ তারিখ রক্ত দিলেন এরপর ২২ তারিখ বঙ্গবন্ধু সবাইকে নিয়ে মুক্ত হলেন। ড. জোহার রক্তের সিঁড়ি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা তড়ান্বিত হয়েছিল।
জাতীয় সংসদের এ ডেপুটি স্পিকার আরও বলেন, জোহার রক্ত আমাদের প্রতিবাদী করেছে। পাকিস্থানী বাহিনীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম আরো বেগবান করেছে। এটা আমাদের ব্যর্থতা যে সেই ড. জোহাকে দেশব্যাপি জাতীয় ভাবে স্মরণে, শিক্ষক দিবসকে প্রতিষ্ঠিত করতে পারি নি।
টুকু বলেন, ৭৫ এর পরে যারা সরকার এবং বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বে এসছেন তারা এটি জাতীয় শিক্ষক দিবস করতে কোন পদক্ষেপ নেন নি। এর কারণ ছিল জোহার রক্ত মুক্তিযুদ্ধের চেতনার রক্ত। জোহার ভূমিকা জাতীয়তাবাদী আন্দেলনকে বেগবান করেছে। কিন্ত যখন প্রগতিশীল দল ক্ষমতায় এলো তখন যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তাদের উদ্যেগে একটা জায়গায় আসা উচিত ছিল। এখানের যারা প্রগতিশীল শিক্ষক, যারা প্রগতিশীল ছাত্র রাজনীতি করে তাদের ছোট খাট ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে এক সাথে থাকতে হবে। এক সাথে থাকলে এতদিনে ড. জোহার প্রতি জাতীয় ভাবে শ্রদ্ধা জানানো সম্ভব হতো।
অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বুদ্ধিবৃত্তিক সমাজের অংশগ্রহণ ছিল। ৫২ তে শুরু হওয়া বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে আরো বেগবান করেছে জোহা স্যারের আত্মত্যাগ। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বুদ্ধিজীবীদের যে অবদান তা বিবেচনায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৩ এর অধ্যাদেশ জারি করেছিলেন। আজকের দিনকে সারা দেশে শিক্ষক দিবস হিসেবে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
'বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা' বিষয়ের উপর স্মারক বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. লুৎফর রহমান।
রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক হাসান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু। এসময় উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের অধিকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
