খানসামায় সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আম-লিচু চাষিদের স্বপ্ন

লিচুর রাজ্য নামে পরিচিত দিনাজপুর জেলাসহ খানসামা উপজেলা। পাশাপাশি আমের জন্যও বিখ্যাত এই উপজেলা। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় এবার লিচু ও আমের ভালো ফলন হবে বলে আশা করছেন বাগান মালিকরা। করোনা মহামারিতে গত দুই বছরের ক্ষতি এবার পুষিয়ে নেওয়ার স্বপ্ন বুনছেন এ উপজেলার বাগানমালিক ও ব্যবসায়ীরা। রসালো ফল লিচুর মুকুলে ভরে উঠছে গাছগুলো। জানান দিচ্ছে লিচুর আগমনী বার্তা। গাছে গাছে মুকুলের সোমারহে বুক ভরা স্বপ্নে বিভোর লিচু চাষিরা। গেল বারের মত এবারও বাম্পার ফলনের আশাবাদ লিচু চাষীদের। লিচু বাগানে গাছে গাছে মুকুল দেখে চাঙ্গা হয়ে উঠেছে চাষিদের মন। দিনাজপুরের খানসামা উপজেলায় এবার সব লিচুর গাছেই ধরেছে মুকুল।
ঋতুরাজ বসন্তে খানসামার আম ও লিচু বাগানগুলোতে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে মুকুলগুলো। যেমন সৌন্দর্য, তেমন তার ঘ্রাণ।
সারা দেশ থেকে অনেকেই টসটসে রসালো লিচুর স্বাদ নিতে দিনাজপুরে খানসামায় আসেন। ভুট্টা ও পপকনপর এখানকার লিচুর রয়েছে দেশব্যাপী খ্যাতি। ইতোমধ্যে মৌসুমি ব্যবসায়ীরা গাছের নিয়মিত চর্চা করছেন। তারা আশা করছেন, এবার আম-লিচুর বাম্পার ফলন হবে।
উপজেলা ঘুরে দেখা গেছে, বাণিজ্যিকভাবে আম ও লিচুবাগান ছাড়াও অনেকে বাসাবাড়িতে চাষ করেছেন। তাদের রোপণ করা বেশিরভাগ বাগানেই ফুটেছে মুকুল। এ যেন হলুদ আর সবুজের মিলনমেলা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আম ও লিচু গাছগুলোয় গত বছরের তুলনায় এবার আশানুরূপ মুকুল ধরেছে। এসব মুকুল থেকে বেশি পরিমাণ ফলন পাওয়ার আশায় ইতোমধ্যে গাছগুলোতে ওষুধ প্রয়োগসহ নানামুখী পরিচর্যা করছেন চাষিরা। তবে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না এলে এবার বাম্পার ফলনের আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা।
উপজেলার খামারপাড়া এলাকার লিচু বাগান মালিক ইসমাইল হোসেনের হাজী জানান, বেশিরভাগ গাছে লিচু মুকুল ধরায় বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার।
উপজেলার কাচিনীয়া গ্রামের জাকারিয়া বলেন, এমন কোনো বাড়ি নেই যে, যাদের বাড়িতে আমগাছ নেই। তাই প্রতিটি বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আমের মুকুল। এসব মুকুলে সুবাস যেন মুগ্ধ করে তুলেছে মানুষকে।
এ ছাড়া লিচু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিচু গাছগুলোয় গতবারের চেয়ে এবার মুকুল ধরেছে বেশ ভালো। এখন শুধু প্রয়োজন নিয়মিত পরিচর্যা আর কৃষি অফিসের সহযোগিতা। তাহলে গাছের মুকুল ধরে রাখতে পারলে ফলন বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃৃষিবিদ বাসুদেব রায় বলেন, এবার একটু আগেই লিচু ও আমগাছে মুকুল এসেছে। উপজেলার ১৪০.৮৫ হেক্টর জমিতে ৩৮১ লিচুর বাগান রয়েছে এবং ২৮ হেক্টর জমিতে ৭০ টি আম বাগানে মুকুল এসেছে। তবে আবহাওয়া বিরূপ না হলে যে হারে গাছে মুকুল ধরেছে, তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান বলেন, উন্নত মানের লিচু উৎপাদন হয়ে থাকে এই জেলায়। এসব জাতের মধ্যে রয়েছে চায়না টু, চায়না থ্রি ,বোম্বাই ,মাদ্রাজি, কাঠালি, হাড়িয়া, এলাচি, বারি টু বালি থ্রি এবং সবচেয়ে জনপ্রিয় বেদনা জাতের লিচু। বর্তমানে চাষীরা ব্যস্ত রয়েছে বাগান পরিচর্যা । আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিনিয়ত লিচু চাষীদের উন্নত জাতের লিচু উৎপাদনে পরামর্শ দিয়ে যাচ্ছি। সেই সাথে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা থেকে বিরত রাখার চেষ্টা করছি। জৈব রাসায়নিক পদ্ধতিতে নিচু উৎপাদনের জন্য কৃষিবিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
Link Copied