ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোহবিষ্ট ভালবাসা


জাফর হোসেন  photo জাফর হোসেন
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ২:৩২
মোহবিষ্ট ভালবাসা
  জাফর হোসেন 
 
কোন অবচেতন কালে পড়বে কি মনে             
                    সেই ক্ষণটি আবার ?                                       
যখন প্রথম চোখে চোখ রেখে বলেছিলুম তোমায় -ভালবাসি!! এ আমি শুধুই তোমার !
সেদিন তুমি শুনছিলে কি শীতের বিকেলে শুষ্ক পাতা ঝরার মর্মর ধ্বনি-
সবুজ ঘাঁসে বসে এক চিলতে অবসরে 
কলাভবনের সামনেতে বাঁধানো প্রিয় ঐ বটতলায়? 
 
শোননি তুমি! শুনবে কি তুমি! তুমি যে ছিলে তখন মোহবিষ্ট! আমার চোখের তারায় প্রকাশিত দেদীপ্যমান ভালবাসায়,
নিবিড় সন্ধ্যায় তোমার চেতনায় আবিষ্ট ভাললাগায়!
 
মনের ঐ ক্ষণে পড়ন্ত বিকেলে আকাশে তুমি দেখেছিলে কি ডানা মেলে উড়ে যাওয়া অতিথি পাখির ঝাঁক?
দেখোনি তুমি! দেখবে কি ! তখন যে তুমি চুমোয় ভরা ঢেউ তুলেছ আনন্দময় এক আনন্দলোকে -নীলাম্বরী উর্মি হয়ে,
বাঁধভাঙ্গা এক জোয়ার হয়ে -আমার বুকের গভীর তলে হাতের মুঠোয় হাতটি ধরে |
 
সেদিনের সান্ধ্যকালে শিশিরের সিক্ততা করেছিলে  কি অনুভব? করোনি তুমি! 
সেক্ষণে উষ্ণ তুমি! নাচছিল মন তোমার ,রক্তে তোমার উন্মাদনা !
দুরন্ত সান্ধ্যক্ষণে আমার মরার বাঁশির সুরে, মদিরায় বুঁদ হয়ে ,উষ্ণতার অতল তল ছুঁয়ে।
 
সব মানুষ ঘরে ফিরে, সব পাখি নীড়ে 
                                                  বললাম তোমায় চলো ফিরি হলে,                                                      
দ্বিধাহীন বললে তুমি, ফিরব না আর হলে!         
সেই থেকে কাল পেরিয়ে অনন্তকাল চলছি মোরা অবিরাম  অমরসাথী হয়ে,
জীবন চলার চেনা-অচেনা কত গলি ছুঁয়ে,
স্বপ্ন -সাধের পরম মিলন পথে হৃদয়ের সুরাসুরে। 

এমএসএম / এমএসএম