ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মামলায় খালাসপ্রাপ্ত দুই যুবক জেলগেট থেকেই নিখোঁজ,পরিবারের সংবাদ সম্মেলন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-২-২০২৩ বিকাল ৫:৪৫
লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইন ০১/২০১৮ এর রেফ:জিআর নং.২৩৪/২০১৭(হাতি),হাতিবান্ধা পিএস নং ৩৪(০৮)২০১৭ এর মামলায় বিজ্ঞ জেলা ও দায়রা আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত  প্রমানিত না হওয়ায় চলতি বছরের গত ১৯ ফেব্রুয়ারী মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান,জামাল উদ্দিনসহ চারজনকে বেকসুর খালাস প্রদান করেন। রায়ে খালাসপ্রাপ্ত জেলহাজতে থাকা মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান ও জামাল উদ্দিন গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) জেল থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে নিখোঁজ হয়।
 
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে দুজনের নিখোঁজ হওয়া ও তাদের খোঁজ পাওয়ার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার সংবাদ সম্মেলন করেছে।
 
সংবাদ সম্মেলনে মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসানের বাবা আব্দুল লতিফ ও জামাল উদ্দিনের ভাই আবুল কালাম আজাদ লিখিত বক্তব্য উল্লেখ করে জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও রাস্ট্র বিরোধী মামলায় খালাসপ্রাপ্ত মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান ও জামাল উদ্দিন লালমনিরহাট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে জেল গেট থেকে বের হওয়ার পর গেটের পূর্বে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা কালো গ্লাস সম্বলিত একটি সাদা মাইক্রোবাসে মাস্কপরিহিত ৮/৯ জন ব্যক্তি জোর করে দুজনকে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত দুই যুবকের পরিবারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। বিষয়টি জেলা কারাগার কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা আসামীরা ছাড়া পাবার পর কে কাকে কোথায় নিয়ে গেছে সেটি জানা নেই বলে জানায় নিখোঁজদের পরিবারকে। সংবাদ সম্মেলনে মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসানের বাবা বলেন,গত বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট পুলিশ সুপারের সাথে দেখা করলে আমার ছেলে মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান কোথায় আছে সেটি জানেন না বলে পুলিশ জানিয়েছেন।
 
উল্লেখ্য; সন্ত্রাস বিরোধী আইন ০১/২০১৮ এর রেফ:জিআর নং.২৩৪/২০১৭(হাতি),হাতিবান্ধা পিএস নং ৩৪(০৮)২০১৭ এর মামলায় বিজ্ঞ জেলা ও দায়রা আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান রায় দেন। রায়ে মোট তিন মামলায় দুইজনকে ৪২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত প্রমানিত না হওয়ায় চারজনকে বেকসুর খলাস দেয় বিজ্ঞ আদালত।খালাসপ্রাপ্ত চারজনের মধ্যে জেল থেকে বের হয়ে জেলগেট থেকেই নিখোঁজ হওয়া মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান ও জামাল উদ্দিন ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে