ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

স্বাধীনতার পূর্বে মানুষ কখনও দুই বেলা পেট ভরে খেতে পারেনি : শেকৃবি উপাচার্য


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ১১:৫০

এদেশের মানুষ কখনো স্বাধীনতার পূর্বে দুই বেলা পেট ভরে খেতে পারেনি।আমরা জাতি হিসেবে এত সমৃদ্ধ ছিলাম না।পুষ্টি নিয়ে কেউ চিন্তাও করত না।কিন্তু এখন মানুষ খাদ্য চাহিদা মিটিয়ে পুষ্টি চাহিদা মিটাচ্ছে। কৃষিবিদদের অবদানে এসব সম্ভব হয়েছে।

আজ ২৮ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদুর রশিদ ভুঁইয়া এ কথা বলেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো.নজরুল ইসলাম এবং কৃষি অনুষদের ডীন ও আহ্বায়ক ডিন কাউন্সিল প্রফেসর ড.পরিমল কান্তি বিশ্বাস।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো.ফরহাদ হোসেন।

নবীন শিক্ষার্থীদের শেকৃবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে মাননীয় উপাচার্য বলেন,'কৃষি একটি মহান পেশা।বাংলাদেশে গবেষণা,দেশের অগ্রযাত্রা, জাতির কল্যাণ সাধনে সব থেকে বেশি ভূমিকা রাখছে দেশের কৃষিবিদ এবং  কৃষি গবেষকরা।খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করে কোনো জাতির অগ্রগতি সাধন কৃষিবিদদের ব্যাতি রেখে সম্ভব না। তাই এই মহান পেশার সঙ্গে যুক্ত হতে পারা সম্মানের। কিন্তু কৃষিবিদদের দায়িত্ব ও কর্তব্যের প্রশস্ততাও অনেক ।আধুনিক কৃষির সঙ্গে আমাদের কৃষির অগ্রযাত্রা সাধনে নবীনদেরকেই মূখ্য ভূমিকা পালন করতে হবে এবং সামনের দিনগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।বিশ্বপরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতি উন্নয়নের সোপানে পৌঁছাতে পারে না। তাই মন দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফলের পাশাপাশি দক্ষ ও আলোকিত মানবসম্পদে পরিণত হতে হবে।'
এছাড়াও নিষ্ঠা ও মনযোগের সাথে পড়াশোনা করে যোগ্য ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের প্রতি যথাযথ দায়িত্ব পালনে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেকৃবি'র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, প্রক্টর অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, নবীন শিক্ষার্থী এস এম রায়হানুল ইসলাম পলক ও হালিমাতুস সাদিয়া।

ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সকল বিভাগ, গবেষণাগার, গ্রন্থাগার, খামার, গবেষণা মাঠ ঘুরিয়ে দেখানো হয়। আগামীকাল বুধবার (০১ মার্চ ২০২৩) থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এমএসএম / এমএসএম

শেকৃবিতে পরীক্ষা না দিয়েও পাশ: সাংবাদিকদের হস্তক্ষেপে ফলাফল সংশোধন

ইবিতে সমকামিতার অভিযোগে শিক্ষক বরখাস্ত

চাকসুর নাম 'জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার' রাখলো চবি শিক্ষার্থীরা

দ্রত সময়ে টিএসসি স্থাপনসহ ৭ দফা দাবিতে চবি শিবিরের সংবাদ সম্মেলন

চাকরীর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চবির অফিস সহকারী

খাবারের মান যাচাইয়ে ক্যান্টিনে ডিআইইউ প্রক্টোরিয়াল টিমের অভিযান

ডিআইইউ-তে "বিল্ডিং ইনফরমেশন মডেলিং" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

চবি হিস্ট্রি ক্লাবের নেতৃত্বে মাহিম-জোবায়েদ

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবিতে সেশনজট নিরসনে ভিসির মতবিনিময়

সাপ, মশা আর দুর্গন্ধের সঙ্গে শিক্ষার্থীদের যুদ্ধ

বিশ্ববিদ্যালয়ের বাসে মাওয়া ভ্রমণ, আপত্তি অন্য রাজনৈতিক দলের, এনসিপি নেতা আশিকের রাজনৈতিক প্রভাব?