ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

বসন্ত আজ দিচ্ছে জানান 


মোঃ ফায়জুল মোল্লা ফয়সাল photo মোঃ ফায়জুল মোল্লা ফয়সাল
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ১:১০

বসন্ত আজ দিচ্ছে জানান 
মোঃ ফায়জুল মোল্লা ফয়সাল

চারিদিকে দেখ কতো ফুটেছে ফুল।
শিমুল,পলাশ, আমের মুকুল

দেখ কতো বিচিত্রময় এ সংসার 
বাংলার মাঝে বসন্ত এলো আরো একবার

দেখ কতো রঙে খেলছে খেলা
সরিষার মাঠে দেখো হলুদের মেলা।

অরণ্য গেছে শুকনো পাতায় ছেয়ে।
দক্ষিণা সমির আবার আসছে ধেয়ে।

মাঠে মাঠে দেখো ফলেছে মাসকলাই। 
গাছে গাছে ঝুলছে নানান জাতের বড়াই।

দেখো শিমুল আর কৃষ্ণচূড়ার  ডাল 
ফুটে ফুল  হয়ে আছে লাল।

দেখ প্রকৃতি পেল পূর্ণ সজীবতা 
সবুজ অরণ্য যেন কইছে আজ কথা।

দেখ গাছে গাছে কোকিল গাইছে গান।
প্রকৃতির মাঝে বসন্ত আজ দিচ্ছে  

এমএসএম / এমএসএম