ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

সব আসনেই প্রার্থী দিবে জাপা : জিএম কাদের


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-৩-২০২৩ রাত ৮:২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ৩শ আসনে একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এটি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল, সব জায়গায় জাতীয় পার্টির লোক আছে এবং আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। আমাদের রাজনীতি এবং সংগঠন এই দু'টিকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি প্রাম্ভিক ভাবে একক নির্বাচন করার জন্য।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিদর্শন উপলক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় উম্মুক্ত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার তিন দিনের স্বাস্থ্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষের জন্য ডাক্তার নেই। সাধারণ মানুষের বাঁচার যে একটা অধিকার সেটিও তারা হারিয়ে ফেলেছে। চিকিৎসা ব্যবস্থার যতটুকু উন্নতি করেছে বাংলাদেশ, সেটি উচ্চশ্রেণির জন্য। সাধারণ মানুষের জন্য নয়। সাধারন মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা অতিরিক্ত ব্যয়বহুল। সাধারণ মানুষের জন্য যে হসপিটাল সুবিধা, সেগুলোতে চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রমজান আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, সদর উপজেলা সভাপতি এ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরীসহ অন্যান্যরা।

সভায় সদর হাসাপাতালের মেডিকেল অফিসার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। এসময় প্রায় ৪০ শতাংশ ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স, চিকিৎসা কাজে ব্যবহৃত সরঞ্জাম সংকটের কথা উল্লেখ করেন তিনি।

হাসপাতালের বিভিন্ন সূত্র জানায়, অফিসার-কর্মচারী ছাড়াই চলছে এ হাসপাতাল। চিকিৎসক মঞ্জুরীকৃত ৪১ জন থাকার কথা থাকলেও রয়েছে ২৪ জন, শূন্য পদ রয়েছে ১৭টি। দ্বিতীয় শ্রেণির মঞ্জুরীকৃত দুটি পদ থাকলেও পদ দুটি শূন্য রয়েছে। সিনিয়র স্টাফ নার্স মঞ্জুরীকৃত ৬৮ জন থাকলেও রয়েছে ৬৩ জন, শূন্য পদ রয়েছে ৫টি। ৩য় শ্রেণির কর্মচারী মঞ্জুরীকৃত ৩৭ জন থাকলেও রয়েছে ১৭ জন, শূন্য রয়েছে ২০টি পদ। ৪র্থ শ্রেণির কর্মচারী মঞ্জুরীকৃত ২৪ জন থাকলেও রয়েছে ১৮ জন, শূন্য পদ রয়েছে ৬টি। সর্বমোট মঞ্জুরীকৃত ১৭৩ জন থাকার কথা থাকলেও পূরণকৃত রয়েছ ১২৩ জন, শূন্য পদ রয়েছে ৫০টি। এছাড়াও ল্যাব, রেডিও, ডেন্টাল, ফিজিওথেরাপি, ব্লাড ট্রান্সফিউশন, ইপিআই, স্যাকমো পদ শূন্য রয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে