ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পুলিশি পাহারায় শেষ হয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ১২:৩৮

পটুয়াখালীর বাউফলে ব্যানারে সাবেক ইউপি চেয়ারম্যানের নাম না থাকায় ধুলিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাধা দেওয়া হয়েছে। সাবেক চেয়ারম্যান পূত্র মান্না দলবল নিয়ে দুই দফায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠানে বাধা দেয় বলে অভিযোগ রয়েছে। ঘন্টা ব্যাপী বন্ধ থাকার পরে পুলিশি পাহারায় সচল হয় ওই প্রতিযোগিতা অনুষ্ঠান। শনিবার (৪মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, ধুলিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণীর আয়োজন করে। সকালে কলেজ মাঠে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত হয়। সকাল ১০টার দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে ধুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ওরফে আ. রবের ছেলে মাহিদুল ইসলাম ওরফে মান্না ১৫/২০ জন লোকজন নিয়ে ধুলিয়া স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. শাহ আলম সেলিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করার নির্দেশ দেন। তারা (মান্নারা) চলে যাওয়ার পর পুনরায় প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করে কলেজ আয়োজক কমিটি। ক্রীড়া অনুষ্ঠান শুরু করায় বেলা সাড়ে ১২টার দিকে মান্না দ্বিতীয় বার গভর্নিং বডির সভাপতির ওপর চড়াও হয়। বন্ধ করে দেওয়া হয় ক্রীড়া প্রতিযোগিতা।  এ সময় মাঠে থাকা অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ও অভিভাবক মাঠ ছেড়ে চলে যান। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৯৯৯এ কল করে জানান কলেজ গর্ভানিং কমিটির সভাপতি শাহ আলম। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। পুলিশি পাহারায় বিকেলে সাড়ে ৫টা পর্যন্ত চলে অনুষ্ঠানমালা।

এবিষয়ে জানতে চাইলে মাহিদুল ইসলাম মান্না বলেন, আমরা বাবা ধলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি ওই স্কুলের অনেক উন্নয়ন মুলক কাজ করেছেন। ব্যানারে অনেকের নাম থাকলেও ইচ্ছাকৃতভাবে আমার বাবার নাম রাখা হয়নি। কেনো নাম রাখা হয়নি জানতে চাইলে গভর্নিং বডির সভাপতি আমার সাথে আক্রমণাত্মক আচারণ করে আমাকে মাঠ থেকে বের হয়ে যেতে বলেন। তখন আমি প্রতিবাদ করলে সভাপতি পরিস্থিতি ঘোলাটে করে ফেলে।

ধুলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। সামান্য ঘটনাকে সভাপতি অতিরঞ্জিত করেছেন। এ বিষয়ে ধুলিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শাহ আলম সেলিম বলেন, ব্যানারে সবার নাম দেওয়া সম্ভব না। সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানের নাম দিলে ধুলিয়ার আরও একাধিক সাবেক চেয়ারম্যানের নাম দিতে হয়। যার কারনে আমরা তার নাম দেইনি। বাবার নাম না থাকায় ছেলে (মান্না) যে ঘটনা ঘটিয়েছে তা নেক্কারজনক। 

এ ঘটনার নিন্দা জানিয়ে ওই কলেজের অধ্যক্ষ এস.এম জহিরুল ইসলাম বলেন, এবিষয়ে আমরা আইনী পদক্ষেপ নিবো। এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত