বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হওয়ায় এক লাখ টাকা পুরস্কার

রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হওয়ায় এক লাখ টাকা পুরস্কারের চেক প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রেডিসন- ব্লু ঢাকা উইন্টার গার্ডেনে সক্ষমতা বৃদ্ধি বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানদের সাথে কর্মশালায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেন।
এসময় পুরস্কারের এক লাখ টাকার চেক গ্রহন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ও সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান।
বিডিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে চট্রগ্রাম সিটি করপোরেশেনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বক্তব্য রাখেন। এসময় বিডিআরসি’র ভাইস চেয়ারমম্যান নূর-উর-রহমান, ট্রেজারার এম এ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, মহাসচিব কাজী শফিকুল আজম, আইএফআরসি বাংলাদেশ ডেলিগেশনের প্রধান সঞ্জীব কুমার কাফলে, আইসিআরসি বাংলাদেশের প্রধান কাথিয়া লরেঞ্জ, সিপিপির পরিচালকগণ এবং সোসাইটির বিভিন্ন পরিচালকগণনহ অন্যান্য কর্মকর্ত্গণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেন, ‘সমগ্র দেশব্যাপী রেডক্রিসেন্টের বিস্তৃত স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে সরকারের বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্পে সম্পৃক্ত করলে আরো স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে কাজ করা সম্ভব হবে।
এছাড়া সরকারের সহযোগী সংস্থা হিসেবে বিডিআরসিএসকে স্থানীয় সরকার বিভাগসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো আরো বেশি পরিমাণে আর্থিক সহায়তা প্রদানসহ স্বেচ্ছাসেবকদের মানবিক ও দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা প্রয়োজন বলে আমি মনে করি।’
সভায় বিডিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহহাব উপস্থিত ইউনিট চেয়ারম্যান ও সেক্রেটারিদের উদ্দেশ্যে বলেন, ‘স্থানীয় সম্পদের উপর ভিত্তি করে সকল ইউনিটকেই টেকসই উন্নয়নের মাধ্যমে নিজস্ব উদ্যোগে বিপদাপন্ন মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। তবেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা সম্ভব হবে।’
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিট চুয়াডাঙ্গা নির্বাচিত হওয়ায় ইউনিটের আজীবন সদস্য ও জেলাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
প্রসঙ্গত : সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হওয়ায় বান্দরবান ইউনিটকে পাঁচ লাখ টাকা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিটগুলোকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম
