ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

আমাদের গল্প


এসএম সোলায়মান photo এসএম সোলায়মান
প্রকাশিত: ৫-৩-২০২৩ রাত ৮:৫৭

আমাদের গল্প
প্রতিটি সকাল, যখন পাখি গুলো জাগে কন্ঠে নিয়ে গান
জেগে ওঠে সকল সৃষ্টিকুল, রাতের কালো মুছে যায়
মিষ্টি রোদের ছোয়ায়, কর্মব্যস্ত হয়ে পরে প্রতিটি প্রাণী।
প্রতিটি সকাল, কখনো হয়না প্রাণহীন রুক্ষ, হয় প্রানবন্ত
যেন জোয়াল কাধে ছুটে চলা রাখাল কিংবা মসজিদের
মিনার থেকে ভেসে আসা শাশ^ত বাণী।
এমনই এক সকালে আমার জীবনে নাম লিখিয়েছিলে তুমি
তারপর পাড়ি দেয়া হলো অনেকটা পথ, কখনো একসাথে 
কখনো বা একে অন্যকে ভুলে ভিন্ন পথে।
আমাদের এই চলাটা কখনোই মসৃন ছিলোনা, তবুও চলেছি
আমরা, তুমি কিংবা আমি। কখনো দু’জন আকড়ে ধরেছি দু’জনকে
কখনো বা সব কিছু চুরমার করে হেটেছি অন্য পথে।
আমরা হেটেছি ঠিকানাহীন পথে যে যার মতো আলাদা
কিন্তু আমরা হারাইনি, ঠিকই সব অজানা পথ মাড়িয়ে এসেছি 
সেই বিন্দুতেই যেখান থেকেই আমাদের সূচনা।
তারপর শুরু হলো নতুন এক অধ্যায় নতুন এক গল্পের
যে গল্প রচনা করার সৌভাগ্য সব যুগলের হয়না, কারো গল্প
হয়তো বদলে যায় কিংবা আজীবনই থেকে যায় কামনা।
আমাদের গল্পটাও হয়তো শুরু না হতে পারতো, হয়তো
চরিত্র বদলে হতে পারতো নতুন সতন্ত্র গল্প, কিন্তু-
তুমি গল্প সাজিয়ে কল্পনায় বন্দি হওনি, করেছো বাস্তবায়ন।
তোমারই কারণে আজ একই ছাদের নিচে রোজ গল্প সাজাই আমরা
কখনো খুনসুটি, কখনো মান-অভিমান কিংবা রোমান্সের
এভাবেই দিন, সপ্তাহ মাস পাড়ি দিয়ে হয় বছরের আগমন। 

 

এমএসএম / এমএসএম