বালাগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক রক্ষাকারী গাইডওয়াল
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুরের আমজুর গ্রামের বহুল পরিচিত সড়ক, যা ইউনিয়নের হাঁড়িয়ারগাঁও, পশ্চিম মুসলিমাবাদ, পূর্ব মুসলিমাবাদসহ দশটি গ্রামের ব্যবহার করে। ওই রাস্তাটি রক্ষার্থে ২০২০-২১ অর্থবছরের উপজেলা পরিষদের এডিপির উন্নয়ন তহবিল খাত হতে দুই লাখ টাকা বরাদ্দ পিআইসির মাধ্যমে স্থানীয় ওয়ার্ড সদস্য বা প্রজেক্ট কমিটির সভাপতির মাধ্যমে গাইডওয়াল করা হয়। কাজটি সম্পন্ন হওয়ার এক মাস যেতে না যেতেই ধসে পড়ে। কিন্তু পরিতাপের বিষয়, উদ্বোধনের আগেই গাইডওয়ালটি ধসে পড়ে! এটি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে স্যোসাল মিডিয়ায়।
স্থানীয়রা বলছেন, কাজের মান অনুন্নত। গাইডওয়ালের কাজ শেষ হওয়ার পরপরই মাটি ফেলা হয়। এ কারণে মাটির ভারে ওয়ালটি ধসে পড়ে। অনেকেই বলছেন, এ ধরনের কাজে উপজেলা প্রকৌশলীর তদারকির গাফিলতির কারণে গাইডওয়াল স্থাপন করলেও এলাকাবাসীর আগের দুর্ভোগ থেকেই গেল।
মাটি ভরাটের ব্যাপারে প্রজেক্ট কমিটির সভাপতি আমাকে অবগত করতে পারতেন- উপজেলা প্রকৌশলীর এমন অভিযোগের জবাবে প্রজেক্ট কমিটির সভাপতি ইউপি সদস্য হাবিব তালুকদার বলেন, আমি ইঞ্জিনিয়ান নই। প্রকৌশলী যেরকম স্টিমিট দিয়েছে, আমি সেরকমই কাজ সম্পন্ন করেছি। তবে নতুন গাইডওয়ালের ওপর মাটি ফেলা হয়েছে এবং বর্ষার পানি ওই স্থানে বেশি থাকায় স্রোতের টানে নিচের মাটি সরে যাওয়ায় ওয়াল ধসে পড়েছে।
উপজেলা প্রকৌশলীর তদারকির গাফিলতির কারণে গােইডওয়াল ধসে পড়েছে- স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া বলেন, আমার অফিসে জনবল কম, দাঁড়িয়ে থেকে কাজ করানো যায় না। মাটি ভরাটের ব্যাপারে প্রজেক্ট কমিটির সভাপতি আমাকে অবগত করতে পারতেন। যা হওয়ার তা হয়ে গেছে। কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয় সে প্রক্রিয়া গ্রহণ করছি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, আমজুর রাস্তার গাইডওয়াল যে কমিটির মাধ্যমে করা হয়েছে তাদেরকে কাজটি নিজ অর্থায়নে পুনঃনির্মাণ করে দিতে বলা হয়েছে।
সূত্রে জানা যায়, আট মাস আগে এলাকাবাসীর সম্মিলিত দাবির পরিপ্রেক্ষিতে রাস্তা রক্ষাকারক গািইডওয়ালের জন্য বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে তা মঞ্জুর হয়। কাজটি সম্পন্ন করার জন্য উপজেলা পরিষদের এডিপির হতে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
জামান / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫