ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বালাগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক রক্ষাকারী গাইডওয়াল


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২১ দুপুর ৪:১৭

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুরের আমজুর গ্রামের বহুল পরিচিত সড়ক, যা ইউনিয়নের হাঁড়িয়ারগাঁও, পশ্চিম মুসলিমাবাদ, পূর্ব মুসলিমাবাদসহ দশটি গ্রামের ব্যবহার করে। ওই রাস্তাটি রক্ষার্থে ২০২০-২১ অর্থবছরের উপজেলা পরিষদের এডিপির উন্নয়ন তহবিল খাত হতে দুই লাখ টাকা বরাদ্দ পিআইসির মাধ্যমে স্থানীয় ওয়ার্ড সদস্য বা প্রজেক্ট কমিটির সভাপতির মাধ্যমে গাইডওয়াল করা হয়। কাজটি সম্পন্ন হওয়ার ‍এক মাস যেতে না যেতেই ধসে পড়ে। কিন্তু পরিতাপের বিষয়, উদ্বোধনের আগেই গাইডওয়ালটি ধসে পড়ে! এটি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে স্যোসাল মিডিয়ায়।

স্থানীয়রা বলছেন, কাজের মান অনুন্নত। গাইডওয়ালের কাজ শেষ হওয়ার পরপরই মাটি ফেলা হয়। এ কারণে মাটির ভারে ওয়ালটি ধসে পড়ে। অনেকেই বলছেন, এ ধরনের কাজে উপজেলা প্রকৌশলীর তদারকির গাফিলতির কারণে গা‍ইডওয়াল স্থাপন করলেও এলাকাবাসীর আগের দুর্ভোগ থেকেই গেল।

মাটি ভরাটের ব্যাপারে প্রজেক্ট কমিটির সভাপতি আমাকে অবগত করতে পারতেন- উপজেলা প্রকৌশলীর এমন অভিযোগের জবাবে প্রজেক্ট কমিটির সভাপতি ইউপি সদস্য হাবিব তালুকদার বলেন, আমি ইঞ্জিনিয়ান নই। প্রকৌশলী যেরকম স্টিমিট দিয়েছে, আমি সেরকমই কাজ সম্পন্ন করেছি। তবে নতুন গাইডওয়ালের ওপর মাটি ফেলা হয়েছে এবং বর্ষার পানি ওই স্থানে বেশি থাকায় স্রোতের টানে নিচের মাটি সরে যাওয়ায় ওয়াল ধসে পড়েছে।

উপজেলা প্রকৌশলীর তদারকির গাফিলতির কারণে গােইডওয়াল ধসে পড়েছে- স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া বলেন, আমার অফিসে জনবল কম, দাঁড়িয়ে থেকে কাজ করানো যায় না। মাটি ভরাটের ব্যাপারে প্রজেক্ট কমিটির সভাপতি আমাকে অবগত করতে পারতেন। যা হওয়ার তা হয়ে গেছে। কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয় সে প্রক্রিয়া গ্রহণ করছি।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, আমজুর রাস্তার গা‍ইডওয়াল যে কমিটির মাধ্যমে করা হয়েছে তাদেরকে কাজটি নিজ অর্থায়নে পুনঃনির্মাণ করে দিতে বলা হয়েছে।

সূত্রে জানা যায়, আট মাস আগে এলাকাবাসীর সম্মিলিত দাবির পরিপ্রেক্ষিতে রাস্তা রক্ষাকারক গািইডওয়ালের জন্য বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে তা মঞ্জুর হয়। কাজটি সম্পন্ন করার জন্য উপজেলা পরিষদের এডিপির হতে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। 

জামান / জামান

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১