বালাগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক রক্ষাকারী গাইডওয়াল

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুরের আমজুর গ্রামের বহুল পরিচিত সড়ক, যা ইউনিয়নের হাঁড়িয়ারগাঁও, পশ্চিম মুসলিমাবাদ, পূর্ব মুসলিমাবাদসহ দশটি গ্রামের ব্যবহার করে। ওই রাস্তাটি রক্ষার্থে ২০২০-২১ অর্থবছরের উপজেলা পরিষদের এডিপির উন্নয়ন তহবিল খাত হতে দুই লাখ টাকা বরাদ্দ পিআইসির মাধ্যমে স্থানীয় ওয়ার্ড সদস্য বা প্রজেক্ট কমিটির সভাপতির মাধ্যমে গাইডওয়াল করা হয়। কাজটি সম্পন্ন হওয়ার এক মাস যেতে না যেতেই ধসে পড়ে। কিন্তু পরিতাপের বিষয়, উদ্বোধনের আগেই গাইডওয়ালটি ধসে পড়ে! এটি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে স্যোসাল মিডিয়ায়।
স্থানীয়রা বলছেন, কাজের মান অনুন্নত। গাইডওয়ালের কাজ শেষ হওয়ার পরপরই মাটি ফেলা হয়। এ কারণে মাটির ভারে ওয়ালটি ধসে পড়ে। অনেকেই বলছেন, এ ধরনের কাজে উপজেলা প্রকৌশলীর তদারকির গাফিলতির কারণে গাইডওয়াল স্থাপন করলেও এলাকাবাসীর আগের দুর্ভোগ থেকেই গেল।
মাটি ভরাটের ব্যাপারে প্রজেক্ট কমিটির সভাপতি আমাকে অবগত করতে পারতেন- উপজেলা প্রকৌশলীর এমন অভিযোগের জবাবে প্রজেক্ট কমিটির সভাপতি ইউপি সদস্য হাবিব তালুকদার বলেন, আমি ইঞ্জিনিয়ান নই। প্রকৌশলী যেরকম স্টিমিট দিয়েছে, আমি সেরকমই কাজ সম্পন্ন করেছি। তবে নতুন গাইডওয়ালের ওপর মাটি ফেলা হয়েছে এবং বর্ষার পানি ওই স্থানে বেশি থাকায় স্রোতের টানে নিচের মাটি সরে যাওয়ায় ওয়াল ধসে পড়েছে।
উপজেলা প্রকৌশলীর তদারকির গাফিলতির কারণে গােইডওয়াল ধসে পড়েছে- স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া বলেন, আমার অফিসে জনবল কম, দাঁড়িয়ে থেকে কাজ করানো যায় না। মাটি ভরাটের ব্যাপারে প্রজেক্ট কমিটির সভাপতি আমাকে অবগত করতে পারতেন। যা হওয়ার তা হয়ে গেছে। কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয় সে প্রক্রিয়া গ্রহণ করছি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, আমজুর রাস্তার গাইডওয়াল যে কমিটির মাধ্যমে করা হয়েছে তাদেরকে কাজটি নিজ অর্থায়নে পুনঃনির্মাণ করে দিতে বলা হয়েছে।
সূত্রে জানা যায়, আট মাস আগে এলাকাবাসীর সম্মিলিত দাবির পরিপ্রেক্ষিতে রাস্তা রক্ষাকারক গািইডওয়ালের জন্য বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে তা মঞ্জুর হয়। কাজটি সম্পন্ন করার জন্য উপজেলা পরিষদের এডিপির হতে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
জামান / জামান

সততার সঙ্গে ৪০ বছরের চাকরির সমাপ্তি, কনস্টেবল আব্দুস সবুরকে বিদায়

তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

চট্টগ্রাম ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

মুচির ধারালো অস্ত্রের কোপে কিডনি হারালেন কৃষকদল নেতা

মিরসরাইয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার এক ব্যবসায়ি , থানায় অভিযোগ

ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত

মেহেরপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন জেল ও জরিমান আদেশ দিয়েছে আদালত

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিলো পৌর কর্তৃপক্ষ

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষনা

নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন
