ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাউফলে শিক্ষকদের মানববন্ধন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ৩:১২
‘‘সংগঠন যার যার জাতীয়করণ সবার’’ এ স্লোগানকে সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদসহ উপজেলার সকল শাখার শিক্ষকরা বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বাউফল উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি জমা দেন শিক্ষকরা।
এর আগে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ও ধানদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর মোর্শেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি মো. আবু জাফর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার নিশু, পটুয়াখালী জেলার শিক্ষক ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাসেল, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস,এম মাইনুল ইসলাম প্রমুখ।
 
এ সময় বক্তারা শিক্ষামন্ত্রীকে উদ্দ্যশ্য করে বলেন, আপনি যদি বিশ্বমানের শিক্ষক চান তাহলে শিক্ষকদের উপযুক্ত ভাতা দিতে হবে। ২০২২ মে  পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, বাংলাদেশে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯ হাজার ৯২টি। সরকার আমাদের বেতন দিচ্ছে ১২শত ৪৫ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৮শত ১৫টাকা। জাতীয়করন করতে লাগে সাড়ে ৭শত কোটি টাকা।  প্রতিষ্ঠানের আয় সরকার নিয়ে জাতীয়করন করলে ১১শত ৫০ কোটি টাকা সরকারের তহবিলে থাকে। তবে কিছু চাটুকারের কারনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্যটি যাচ্ছে না। এটা আমাদের  শিক্ষকদের শুধু দাবীই নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইসতেহার।
 
বক্তারা আরো বলেন, এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার উন্নতিকল্পে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ মানবতার জীবনযাপন করছেন। মানসস্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অবিলম্বে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানান।
এছাড়া উল্লেখিত দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২০ মার্চ কেন্দ্রীয় কমিটির সম্মেলনে প্রত্যেক বিদ্যালয় থেকে ৫জন শিক্ষক নিয়ে সম্মেলনে যোগ দেওয়ারও আহবান জানান এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ।

এমএসএম / এমএসএম

আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম

চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসলাম চৌধুরী

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

’ম্যানেজে’ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার

মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী মিঠুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: ক্ষুদ্ধ নেতাকর্মীরা

‎মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ

মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস

কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ