কক্সবাজারে ১৪ লাখ ইয়াবা উদ্ধার মামলায় ৩ জনের যাবজ্জীবন
কক্সবাজারের আলোচিত ১৪ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেক আসামীকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। বয়স ও মেধা বিবেচনায় মামলায় এক আসাসীকে খালাস দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল এ রায় দেন। এ সময় আসামিরা কাটগড়ায় উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ফারুক (৩৭)। তিনি ইয়াবা বহনকারী ট্রলার মালিক। তার শশুর আবুল কালাম (৫৫) এবং মোজাফফরের ছেলে মোহাম্মদ বাবু (৫৫)। খালাস পেয়েছেন আসামী শেখ আবদুল্লাহ (১৯)। তিনি মামলায় সাজাপ্রাপ্ত আবুল কালামের ছেলে।
জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট দীলিপ কুমার ধর এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের আদেশে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারি নি। পি পি মহোদয় আসলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এপিপি বলেন, তদন্তে হেরফের না থাকলে এবং সাক্ষীদের যথাযথ সাক্ষ্য হলে কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ ইয়াবা উদ্ধারের ঘটনায় সর্বোচ্চ শাস্তির রায় হতো।
আসামী পক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট হতে পারে নি। মামলায় তদন্তে তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে। ইয়াবার মূল মালিক রোহিঙ্গা শফিকে বাদ দিয়ে চার্জশীট দেয়া হয়েছে। তাই ন্যায় বিচারের স্বার্থে আমরা উচ্চ আদালতে যাবো। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী হিসেবে এবং বয়স বিবেচনায় আসামী শেখ আব্দুল্লাহকে খালাস দেয়া হয়েছে।
মামলার বাদী কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন ওসি শেখ মুহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সে মতে আমরা কাজ করছি। মামলা তদন্তে গাফলতি হয়নি। তবে রোহিঙ্গা শফি উল্লাহর নাম ঠিকানা পাওয়া না যাওয়ায় তার নাম বাদ দেয়া হয়েছে। এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ বছরের ৯ ফেব্রুয়ারি দুই দফা অভিযানে ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকাসহ চার জনকে আটক করেছিল ডিবি পুলিশ। এ ঘটনায় সিজার লিস্ট করে শেখ মুহাম্মদ আলী বাদি হয়ে ১৪ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় ১০ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন যার নং ২৯/২১। (যার জিআর মামলা ৯০/২১। বর্তমানে এসটি ৩৩২/২৩)। ২০২২ সালের ২২ ডিসেম্বর প্রথম ১৪ লাখ ইয়াবা ও পৌনে দুই কোটি টাকা উদ্ধার মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম। চলতি বছরের গত ৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট ৩২ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য নেয়া হয়। ১ মার্চ যুক্তিতর্ক শেষে আজ ১৬ মার্চ রায় দেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ।
মামলার বাদী ওসি আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদন্ডী ব্রীজের পাশে ভারুয়াখালী খালে অভিযান চালিয়ে সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ ইয়াবা চালানের সাথে ট্রলার মালিক কক্সবাজার শহরের নুনিয়ারছরা এলাকার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ফারুক (৩৭), তার শশুর আবুল কালাম (৫৫), শ্যালক শেখ আবদুল্লাহ (১৯) ও মোজাফফরের ছেলে মোহাম্মদ বাবু (৫৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ফারুকের স্বীকারোক্তি মতে ওইদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় ফারুকের বাসার লাগোয়া তার (ফারুকের) মামা নয়নের খালি ভিটার টিনের ঘরের মাটির নিচ বিশেষ কায়দায় বস্তা ভরে লুকিয়ে রাখা দু'বস্তা টাকা জব্দ করা হয়। বস্তা খুলে তা গুনে এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা এবং ফারুক ও তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকের চেক, কয়েকটি দলিলও পাওয়া যায়। বাংলাদেশ পুলিশ কিংবা র্যাব ইতিপূর্বে এতোবৃহৎ চালান উদ্ধার করতে পারেনি।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান