বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : নঈম জোয়ার্দ্দার

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ ১৮ ই মার্চ বিকাল ৪ টায় জেলা যুবলীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিংশ শতাব্দীর কিংবদন্তী কিউবার বিপ্লবী নেতা প্রয়াত ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন। শ্রীলংকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ কাদির গামা এই মহান নেতা সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, ‘দক্ষিণ এশিয়া গত কয়েক শতকে বিশ্বকে অনেক শিক্ষক, দার্শনিক, দক্ষ রাষ্ট্রনায়ক, রাজনৈতিক নেতা ও যোদ্ধা উপহার দিয়েছে। কিন্তু শেখ মুজিবুর রহমান সবকিছুকে ছাপিয়ে যান, তার স্থান নির্ধারিত হয়ে আছে সর্বকালের সর্বোচ্চ আসনে।
তিনি ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙ্গালীর বহু আকাঙ্খিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়। এই বাংলাদেশেকে নিয়ে তাঁর দেখা স্বপ্নগুলো বাস্তবায়নে আজ কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।’
জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আজাদ আলী। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন --এস এম মহসীন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবু বকর সিদ্দিক আরিফ,যুবলীগ নেতা শেখ শাহী, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হাসান সৈকত, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরতআলী, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট,দিপু বিশ্বাস,চুয়াডাঙ্গা পৌর ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান,৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম,৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব,পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন
, এ সময় আরো উপস্থিত ছিলেন জাকির,হাসান,সজীব,ছরো, রুবেল, সঞ্জু,বাচ্চু, লিফটন, রানা, রনি, সজীব,আরিফ, পারভেজ, জীবন,সিকদার,আলতাফ,রজব,জনি,মুসা ,রেজাউল,মনতাজ, তুহিন, হাসিবুল, তাইজেল ,তুষার, মামুন, আইয়ুব আলী ,শাকিল ,অলীদ,রাশিদুল, লালটু,ছাত্রলীগ নেতা শেখ আনোয়ার, ছিয়াদ,বিপুল, ইমরান,ওয়াসিম ,আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির
Link Copied