ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ত্রিশালে ৩৩ পরিবার ভূমিহীন পরিবার পাচ্ছে ভূমি ও ঘর


মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল photo মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল
প্রকাশিত: ১৯-৩-২০২৩ বিকাল ৫:৫৪

ভূমিহীন ও গৃহহীণ পরিবারের জীবনমান বদলে দিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুই শতক জমির ওপর স্বপ্নের পাকা ঘর দুটি থাকার রুম, বারান্দা, স্যানিটেশন, রান্নাঘর উপহার হিসেবে পাচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩৩টি পরিবার। এমন স্বপ্নের ঠিকানা পেয়ে আশ্রিত পরিবারের জীবনমান বদলে আসছে সুখের ছোঁয়া। একই সাথে আগামী ২২ মার্চ এ উপজেলাকে ‘ক’ শ্রেণিভূক্ত ভূমিহীন ও গৃহহীণমুক্ত ঘোষণা করার সকল প্রস্তুতি শেষে করেছে স্থানীয় প্রশাসন। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন প্রতি পরিবারকে ২ শতক জমিসহ একক গৃহ, সুপেয় পানি ও বিদ্যুৎ সুবিধা প্রদান করে ৩৩টি পরিবারের মাঝে সমাজভিত্তিক আশ্রয়ণ গড়ে তোলা হয়েছে। এসব আবাসনে ভূমিহীনরা পরিবার-পরিজন নিয়ে বসবাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার অপেক্ষায় আশ্রিতরা। ওইদিন দুই শতক ভূমির দলিল ও ঘরের চাবী তুলে দেওয়া হবে সুবিধাভোগিদের মাঝে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ৪র্থ পর্যায়ের প্রথম ধাপের ঘরগুলো আগামী ২২ মার্চ আনুষ্ঠানিক ভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হস্তান্তরের এ কার্যক্রমগুলো ওইদিন সকাল ১০ টায় সম্পন্ন হবে। সারাদেশের ন্যায় ত্রিশাল উপজেলাতেও এই পর্যায়ে ৩৩ টি ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তরিত হবে। ত্রিশাল উপজেলার যে সকল ইউনিয়নে সুবিধাভোগিরা ঘর পাচ্ছেন, উপজেলার সাখুয়া ইউনিয়নে ৪টি, বালিপাড়া ইউনিয়নে ৬টি, ধানীখলা ইউনিয়নে ১০টি ও মঠবাড়ী ইউনিয়নে নির্মিত ১৩ টি ঘর হস্তান্তর করা হবে। রোববার (১৯ মার্চ) ৩৩ সুবিধাভোগীর নামে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ স্থানীয় সাব-রেজিস্ট্রী অফিসে প্রতি পরিবারকে দুই শতক করে জমির কবুলিয়াত সম্পাদন করে দেন। 

ধানীখোলার আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী বৃদ্ধ মো. হযরত আলী জানান, দীর্ঘ সময় অন্যের জমিতে খুপড়িঘরে বসতি ছিল ও দিনমুজুরের কাজ করে সংসার চালাতে হতো। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পাওয়ায় এখন আর অন্যের জায়গায় থাকতে হবে না। আবার কথাও শুনতে হবে না কারো। প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও ঘরটি এখন নিজের ঘর। সন্তানদের নিয়ে জীবনের বাকী সময়টুকু ভাল ভাবে কাটাতে পারবো। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

মঠবাড়ী ইউনিয়নের খাঘাটিপাড়ার আশ্রয়ন প্রকল্পের মোসাঃ জোসনা বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জমি ও ঘর দিয়েছেন। আমি এখন সন্তান স্বামী নিয়ে সুখে থাকতে পারবো। 
বালিপাড়া ইউনিয়েনের কাজীগ্রামের আশ্রয়ন প্রকল্পের ফিরোজা বেগম জানান, মানুষের বাড়ীতে কাজ করে দিন চালাতে হয়, সহায় সম্বল, জমি ঘর কোনটা না থাকায় আরেকজনের জমিতে ঘর করে থাকতে হতো। সরকার আমাকে ঘর ও দুই শতক জমি দিয়েছে। এখন মাথা গোজার ঠাই হয়েছে। এখন আর অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। নিজের জমিতে নিজের ঘরে থাকতে পারবো। তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর নির্মাণ প্রকল্প চলমান কর্মসূচি। গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য সমাজভিত্তিক আশ্রয়ণ প্রকল্প এলাকার সড়ক পাকাকরণসহ পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ত্রিশাল উপজেলায় এ পর্যায়ে গৃহহীন ও ভূমিহীন ৩৩ পরিবারের নির্মাণ করা হয়েছে ঘর ও বরাদ্দ দেওয়া হয়েছে জমি। 

ঘরগুলো অত্যন্ত সতর্কতার সাথে শতভাগ ডিজাইন, স্পেসিফিকেশন ফলো করে নির্মাণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের তহশীলদারগণের সার্বক্ষণিক তদারকিতে গৃহ নির্মাণ কাজগুলো সম্পন্ন করা হয়েছে। একসাথে ৩৩টি ঘর আনুষ্ঠানিক হস্তান্তরের মধ্যে দিয়ে ত্রিশাল উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে বলেও জানান ইউএনও মোঃ আক্তারুজ্জামান। 

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত