বৃষ্টি হলে কাঁদা,না হলে ধুলা “দেখে বুঝার উপায় নেই কাঁচা নাকি পাকা রাস্তা

ঢাকার ধামরাইয়ে একটু বৃষ্টিতেই কয়েকটি পিচ ঢালা সড়ক পরিনত হয়েছে কাঁদার রাস্তায়। দেখে বুঝার উপায় নেই এটা পাঁকা রাস্তা। মাহিন্দ্রা ও ট্রাক যোগে মাটি ইটভাটায় নেয়ার সময় মাটি পরে রাস্তার প্রলেপ পরে গেছে। বৃষ্টি হলে কাঁদা আর না হলে ধুলা। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ধামরাই বাসীকে। ধামরাই বাসীর দাবি অবৈধ ইটভাটার মাটিবাহী অবৈধ মাহিন্দ্রা ও ট্রাক অতিরিক্ত লোডের কারনে রাস্তা নষ্ট হচ্ছে রাস্তা এবং লোডকৃত মাটি রাস্তায় পড়ে ধুলা জমে থাকায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তায় কাঁদা হওয়ায় রিকসা ভ্যান ও মোটরসাইকেলসহ মানুষ চলাচলের যানবহন দুর্ঘটনা পড়তে হচ্ছে। সাধারন পথচারীদের কাঁদা ছিটে নষ্ট হচ্ছে পড়নের কাপড়।
এলাকা বাসী জানায়,অবৈধ ইটভাটার মাটি নেয়ার সময় অতিরিক্ত লোডকৃত মাটি রাস্তায় পরে সৃষ্টি হচ্ছে ধুলার,একটু বৃষ্টি হলে আবার তৈরি হচ্ছে কাদায়।লোডকৃত মাটিবাহী যানবাহনের অতিরিক্ত চাপে ক্ষতবিক্ষত হচ্ছে রাস্তার।যে কারনে আমাদের ভোগাস্তি পোহাতে হচ্ছে। চেয়ারম্যান মেম্বারসহ অনেক জনপ্রতিনিধিরা এ ব্যবসা করছে। আবার কেউ বড় বড় নেতাদের পরিচয় দিয়ে তাদের সাঙ্গপাঙ্গরা করছে এই ব্যবসা। তাদের বিরোধে প্রতিবাদ করলে মামলা হামলার হুমকি দেয়। আর ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার ধুলায় রাস্তার পাশে থাকা ফসলের মধ্যে ধুলার প্রলেপ পড়ে নষ্ট হচ্ছে ফসল,শুধু তাই নয় ধুলা ডুকে যাচ্ছে বাড়ি-ঘরের ভিতর। আর একটু বৃষ্টি হলে কাদায় পরিনত হচ্ছে রাস্তা। এলাকাবাসীর অভিযোগ সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে রাস্তার এ অবস্থা তৈরি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,ঢুলিভিটা-ধানতারা সড়ক,কালামপুর-বান্নাখোলা সড়ক,কালামপুর বালিয়া সড়ক,সুতিপাড়া বাসস্ট্যান্ডে-নান্নার বাজার সড়ক, শ্রীরামপুর-সুয়াপুর সড়ক,বাথুলী- জালসা বউ বাজার সড়ক বেহাল দশা। আবার বেশ কিছু সড়ক দীর্ঘদিন মেরামত না করায় পিচ উঠে ছোট ছোট গর্তে পরিনত হয়েছে। আর একটু বৃষ্টি হলেই গর্তে জমে পানি।
ধামরাই উপজেলা প্রকৌশলী সালেহ্ হাসান প্রামানিক দৈনিক জনকন্ঠকে বলেন,ইটভাটার গাড়ীর অভারলোডের কারনে পাকা রাস্তার কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা যতটা স্থায়ীত্বকাল থাকার কথা সেটার বেঘাত ঘটছে। আমরা উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে বিষয়টি জানিয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার
Link Copied