অভিযুক্তকে না পেয়ে স্ত্রী ও শিশুকে থানায় আটকে রেখে মামলা দিলেন ঈদগাঁও থানার ওসি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী ও দুই শিশুকে থানায় ২৪ ঘন্টার বেশি আটকে রেখে মামলা দায়েরের অভিযোগ উঠেছে ঈদগাঁও থানার ওসির বিরুদ্ধে।
গত সোমবার ২০ মার্চ এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ঈদগাঁও উপজেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমন ঘটনা নজিরবিহীন দাবী করে স্থানীয়রা জানান, গত সোমবার পূর্ব ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া এলাকায় প্রতিবেশী মৃত নজীর আহমেদের ছেলে শাহজাহান ও মৃত আবু শামার ছেলে হারুন অর রশীদের মধ্যে নলকূপের পানি চলাচল নিয়ে বাকবিতন্ডা হয়। এ সময় শাহাজাহান নখ কাটার যন্ত্র দিয়ে হারুন অর রশীদকে আঘাত করলে হারুণ আহত হয়।
স্থানীয়দের দাবী, ঘটনার পরপরই কোন অভিযোগ ছাড়া ঈদগাঁও থানার এস আই গিয়াস উদ্দিন ফোর্স নিয়ে বিকেলে শাহাজাহানের বাড়িতে অভিযান চালায়। এ সময় শাহাজাহানকে না পেয়ে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন, দুগ্ধজাত এক শিশু এবং ২ বছরের এক শিশুকে থানায় নিয়ে গিয়ে হাজত খনায় আটকে রাখেন। কোন অভিযোগ ও মামলা ছাড়া থানার হাজতে মা ও দুই শিশুকে আটকে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে ওসি আইনগতভাবে বাঁচার জন্য ভিকটিম হারুন অর রশীদের স্বজনদের থানায় ডেকে নিয়ে নাটকীয় কায়দায় মামলা রেকর্ড করে আদালতে প্রেরণ করেন বলেও জানান স্থানীয়রা।
এদিকে স্ত্রীসহ বাচ্চাদের ধরে এনে আদালতে সোপর্দ করার ঘটনায় ফুঁসে ওঠেছে মানবাধিকার কর্মীরা। তারা বলেন, অভিযুক্তকে না পেয়ে স্ত্রী ও দুই শিশুকে থানায় ২৪ ঘন্টার বেশি সময় থানায় আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। এছাড়াও মামলা দায়েরের পর আসামীকে গ্রেফতার করার নিয়ম থাকলেও কিভাবে মা ও শিশুদেরকে আটকে রেখে মামলা দায়ের করা হয় প্রশ্ন মানবাধিকার কর্মীদের।
এ ঘটনায় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ তার ব্যাক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন। ফেসবুকে তিনি লিখেন, গত সোমবার ২০ মার্চ কথা কাটাকাটির জেরে নখ কাটার যন্ত্র দিয়ে আঘাত করলে হারুণ আহত হন। এ সময় কোন অভিযোগ ছাড়া ঈদগাঁও থানার পুলিশ শাহাজাহানের বাড়িতে অভিযান চালায়। এ সময় শাহাজাহানকে না পেয়ে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন, দুগ্ধজাত এক শিশু এবং ২ বছরের এক শিশুকে থানায় নিয়ে গিয়ে সারারাত আটকিয়ে রাখে। পরদিন ভিকটিম হারুণ অভিযুক্ত শাহজাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে এজাহার জমা দিলে ১২ টা পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি। এর মধ্যে স্থানীয় ইউপি সদস্য ও সমাজের সর্দার শাহজানের স্ত্রীকে বাদ দিয়ে থানায় মামলা নথিভুক্ত করার অনুরোধ করতে বলেন আমাকে। আমি ওসি ও এসআইকে তদন্তপূর্বক মামলা নথিভুক্ত করতে অনুরোধ করি। কিন্তু ওসি ও এসআই ঘটনার তদন্ত না করে মামলা নথিভুক্ত করে শাহজানের স্ত্রী ও তার বাচ্চাদের হাজতে রেখে কোর্টে চালান করে দেন ঈদগাঁও থানা পুলিশ।
জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান, এ ঘটনাটি মীমাংসা যোগ্য। কিন্তু পুলিশ কোন অভিযোগ ছাড়ায় অতিরঞ্জিত করে নিরহ স্ত্রী এবং নিষ্পাপ দুই শিশুকে বেআইনিভাবে থানায় নিয়ে যায়। এটি অমানবিক নিষ্ঠুরতা। স্বামী বা পিতার দোষে নিরীহ বাচ্চাদের ধরে এনে মামলা দায়ের করাকে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে এসআই গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি। এরপর এ বিষয়ে জানতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম জানান, ওসি আমাকে জানিয়েছেন মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের আশংকাজনক অবস্থা দেখতে পায়। এ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের আত্মীয় স্বজনরা অভিযুক্ত হারুণ ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে যায়। এ সময় জনরোষ থেকে বাঁচাতে অভিযুক্ত ব্যাক্তির স্ত্রী ও বাচ্চাদের থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি। এরপর ভিকটিমের পক্ষ থেকে অভিযুক্ত হারুনুর রশিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে এজাহার জমা দিলে পুলিশের পক্ষ থেকে ভিকটিমকে স্ত্রীর বিরুদ্ধে মামলা না করার জন্য বুঝানো হয়। এরপরেও ভিকটিম পুলিশের কথা শুনেননি। তাই বাধ্য হয়ে মামলা নিয়ে ফরিদা ইয়াসমিনকে গ্রেফতার করা হয় বলে দাবী পুলিশ সুপারের।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied