সাইকেল ৬'শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনবিঘা করিডোরে দুই বৃদ্ধ

বাই সাইকেল চালিয়ে যশোর থেকে প্রায় সাড়ে ৬০০ শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তরে বিভিন্ন মাজার শরীফ জিয়ারত করা ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা জন্য লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর ও বুড়িমারী স্থলবন্দরে হাবিবুর রহমান (৫৫) ও বাক প্রতিবন্ধী বৃদ্ধ লোকমান হোসেন (৭০) নামে দুই বৃদ্ধ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থল বন্দর ও তিনবিঘা করিডর এলাকায় সাইকেল চালিয়ে আসেন তারা। এর আগে বুধবার সন্ধায় নীলফামারীর জলঢাকা হয়ে তিস্তা ব্যারাজে আসেন। রাতের তিস্তা ব্যারাজ এলাকার একটি মাদ্রাসায় রাত্রিযাপন করে ফজরের নামাজ আদায় করে বুড়িমারী স্থলবন্দর ও তিন বিঘা করিডরের দেখার জন্য রওনা করেন।
দুই বৃদ্ধ হলেন,বাক প্রতিবন্ধী বৃদ্ধ লোকমান হোসেন (৭০)। বাড়ী যশোর জেলার কোতয়ালী থানার খোজারহাটে দৌলতদিয়া গ্রামে। অপরজন হাবিবুর রহমান (৫৫) নাটোরের বড়াইগ্রাম থানায়। তাদের বাই সাইকেলে লেখা রয়েছে দর্শনীয় স্থান ও মাজার শরীফ জেয়ারত করার উদ্দেশ্যে। জানা যায়, গত(৭ মার্চ) মঙ্গলবারে তাদের বাড়ি দৌলতদিয়া থেকে রওনা দেওয়া পরে দেশের উত্তরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও মাজার জেয়ারত করেন। টানা ১৬ দিন বাই সাইকেল চালিয়ে বৃহস্পতিবার (২৩মার্চ) দুপুরে তিনবিঘা ও বুড়িমারী স্থল বন্দরে আসেন।
ভ্রমণকারীদের মধ্যে হাবিবুর রহমান বলেন, মক্কা ও মদীনায় সাইকেল চালিয়ে হজ্ব করার মন মানসিকতা নিয়ে ২০১০/১১ সালের সাইকেল চালিয়ে দেশের ৬৪ টি জেলায় ঘুরিয়াছি। এদিকে বাংলাদেশ থেকে সড়কপথে মক্কা-মদিনায় বাই সাইকেল চালানোর কোন অনুমতি না পাওয়ায় উত্তরের মাজার শরীফ গুলো জেয়ারত ও দর্শনীয় স্থানগুলো গুলো ঘুরে দেখার প্রতিজ্ঞা করি। সে থাকে আমার এই বাকপ্রতিবন্ধী লোকমান ভাইয়ের সাথে সাইকেল নিয়ে উত্তরে বেরিয়ে পড়ি।
তিনি আরও জানান, যেখানেই রাত গভীর হয় সেখানেই মসজিদ-মাদ্রাসা এগিয়ে রাত্রি যাপন করি। মাদ্রাসাগুলোতে গেলে রাতের খাবার তারাই আমাদের খাওয়ান। মাঝে মাঝে কিনেও খেতে হয়। ফজরের নামাজ পড়ে দুজনের সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। সাইকেল চালা নিয়েই উনার সাথে আমার পরিচয় হয়েছে। আমি ওনার বাসায় গিয়েছিলাম উনি আমার বাড়িতে আসছিলেন।
এমএসএম / এমএসএম

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক
Link Copied