ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

গলাচিপায় স্বামীর বাড়িতে অনশনে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৪-৩-২০২৩ রাত ৮:৯
পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া ইউনিয়নে পূর্ব আটখালি গ্রামের ৭ নং ওয়ার্ড মঙ্গলবার দুপুর এক ঘটিকার সময় যমুনা রানী নামে এক গৃহবধুর অনশন খবর শুনে সকালের সময় প্রতিনিধি মোস্তফা কামাল সরেজমিনে গিয়ে জানতে পারে যে, যমুনা রানীর সাথে ডাকুয়া ইউনিয়নের হিটলার বিশ্বাস ওরফে সুশীল বিশ্বাস, পিতা মৃত‍্যু হরেকৃন্ষ বিশ্বাস  সাথে দীর্ঘ ছয় মাস আগে হিন্দু শাস্ত্র অনুযায়ী যমুনা রানী তালুকদার (২৪) পিতা মৃত‍্যু সন্তোষ চন্দ্র তালুকদার এর বিয়ে হয়। যমুনা রনীর বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে, হিটলার বিশ্বাস এর আত্মীয় থাকার কারণে সে প্রায়ই মেহেন্দিগঞ্জে তার আত্মীয় বাড়ি যেত, সেই সুবাদে পরিবারের মাধ্যমে তাদের বিয়ে হয়। 
 
বিয়ের পরে হিতলাল বিশ্বাস তার স্ত্রীকে নিয়ে বরিশাল একটি বাসা ভাড়া করে দীর্ঘ ছয়টি মাস একই ঘরে একই ছাদের নিচে বসবাস করে আসছে। এবং যমুনা রানীর গর্ভে পাঁচ মাসের অন্তসত্তা সন্তানও রয়েছে।  দুই মাস পূর্বে হিটলার বিশ্বাস বলেন আমি ব্যাংক থেকে লোন করব তুমি একটি স্বাক্ষর দেও, যমুনা রানীর সাক্ষর নিয়ে হিতলাল বিশ্বাস বাড়িতে চলে আসে। কিছুদিন যেতে না যেতেই হিতলার বিশ্বাস তার স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।  
 
এক পর্যায়ে যমুনা রানী তার স্বামীর কাছে আসতে চাইলে, তার স্বামী হিটলার বিশ্বাস অস্বীকার করেন এবং বলে তুমি আমাকে কিছুদিন আগেই ডিভোর্স দিয়েছো তুমি আমার স্ত্রী নও। এই কথা শুনে অন্তঃসত্ত্বা অসহায় যমুনা তালুকদার মেহেন্দিগঞ্জ  থেকে গলাচিপার ডাকুয়ায়  চলে আসলে হিতলাল বিশ্বাশ তার স্ত্রীকে অস্বীকার করে । 
 
হিতলার বিশ্বাসের বাড়িতে গিয়ে জানা গেছে তার বড় ভাই শুকলাল এর স্ত্রী  অঞ্জনা রানীর প্ররোচনায় পড়ে হিতলার বিশ্বাস তার স্ত্রীকে ডিভোর্স দেয়। শুকলাল বিশ্বাস অঞ্জনা রানীর ঘরে তার একটি ছেলে রয়েছে সে একজন ডক্টর। ডক্টর মনিলাল বিশ্বাস তাদের সকলের যোগ সাজেশেই যমুনা রানী কে ডিভোর্স দেয় তার স্বামী হিটলার ওরফে সুশীল বিশ্বাস।
 
 এ বিষয়ে একই বাড়ির অসিম বিশ্বাস বলেন, বিষয়টি আমরা শুনেছি   হিতলাল বিশ্বাস একজন ঠকবাজ প্রতারক, বরভাই শুকলাল বিশ্বাস শারীরিক প্রতিবন্ধী থাকার কারণে দেবর ভাবি এবং ভাতিজা মিলে যমুনা রানীকে তাড়িয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে l 
 
সৌমিত্র হালদার ও সুধাংশু চন্দ্র বলেন হিটলার বিশ্বাস ওরফে সুশীল বিশ্বাস তার বড় ভাবির সাথে কোন গোপন সম্পর্ক রয়েছে। সে কারনেই যমুনা তালুকদার কে বের করে দেয়ার চেষ্টা চালাচ্ছে।
 
এ বিষয়ে ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ রায় এর কাছে জানতে চাইলে তিনি বলেন দুই পরিবারের কেউই আমার কাছে আসে নাই যদি আসে তাহলে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।
 
এই ঘটনার বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ সোনিত কুমার গায়েনের কাছে জানতে চাইলে তিনি বলেন ছেলে ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ দুইজন মিলে আমার কাছে আসছিল আমি সুন্দর পরামর্শ দিয়েছি তবে কেউই আমার কাছে লিখিত কোন অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে আইনানুর ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আশুলিয়ায় সাংবাদিককে আইনী জালে ফাঁসানোর হুমকি আ’লীগ নেত্রী গাজী নাছরিনের