চন্দনাইশে বিএনপির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
চন্দনাইশে বিএনপির উদ্যোগে প্রায় ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। পৌরসভার হাজিরপাড়া এলাকায় পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবদুল মাবুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে- মো. শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আরিফুর রহমান মারুফ, দোহাজারী পৌরসভার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অলি হোসেন মুন্সি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে আবু ছালেক, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, মো. সেলিম উদ্দীন, মো. ফখরুদ্দিন, মো. বেলাল উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আজম খান, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন বাবর, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন, শহীদুল ইসলাম, দোহাজারী পৌর শ্রমিক দলের সভাপতি আবদুস সাত্তার সানি, পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খোকন।
আরো উপস্থিত ছিলেন- চন্দনাইশ পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব উদ্দিন চৌধুরী, সদস্য সচিব অলিউল হোসেন রুবেল, উপজেলা ছাত্রদল নেতা জিএম ফোরকান, ফয়সাল, এরফান চৌধুরী, রাশেদ, আবদুল খালেক, মুনতাসীর, গাছবাড়িয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সাকিব, ছাত্রদল নেতা জাভেদ চৌধুরী রহিম, সাকিব, সায়েম, অমি প্রমুখ।
এ সময় ডা.শাহাদাত হোসেন বলেন, যে কোনো দুর্যোগের মুহূর্তে সাধারণ মানুষের পাশে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার রাজনৈতিক দায়িত্ব। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকে জীবন-জীবিকার তাগিদে সরকারি বিধিনিষেধ যথাযথভাবে পালন করতে গিয়ে আর্থিক ও খাদ্যকষ্টে রয়েছে। তাই তাদের সহযোগিতা করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে চন্দনাইশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এমএসএম / জামান