ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আজকের এই স্বাধীনতা


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ২:৩৯

আজকের এই স্বাধীনতা
আবেদা সুলতানা

স্বাধীনতা হলো সেই সব মানুষেব যারা সব হারিয়ে আবার ফিরে পাবার চেষ্টায় ব্যাকুল ছিল

স্বাধীনতা হলো দেশ' সম্পর্কিত গর্বের কিন্তু যন্ত্রণাদায়ক অনুভূতির গ্রাহ্যতা 

স্বাধীনতা হলো যে মাটিতে তাঁদের জন্ম হয়েছিল, যেখানে ছিল তাঁদের পিতৃপুরুষ ও মাতৃকুলের চিহ্ন

স্বাধীনতা হলো প্রতিনিয়ত বিবর্তনশীল মানবিক সত্তা। 

স্বাধীনতা হলো সমাজের প্রতিটি দিক ও  প্রতিব্যবস্থা 

স্বাধীনতা হলো ব্যক্তি মানুষের নৈতিকতা ও আচরণবিধি পরিবর্তনের কাঠামো 

স্বাধীনতা হলো দেশবাসীর অধিকারগুলি সুরক্ষিত করার বিধিবন্ধন

স্বাধীনতা হলো রাষ্ট্রীয় নীতি, সর্বজনস্বীকৃত সংবিধান 

স্বাধীনতা হলো একটি মৌলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তা হল মানবিক সততা

স্বাধীনতা গচ্ছিত ধনের মতো অবয়ব ও ওজনদার কোনও বস্তু নয় 

স্বাধীনতা একটি ধারণা মাত্র, একটি নির্ধারিত পরিসরে, কিছু বিধিবন্ধন সাপেক্ষে তার অস্তিত্ব

স্বাধীনতা হলো একটা খোলা মাঠ যার সীমা আছে , আবার পরিসরও আছে

স্বাধীনতা হলো সদ্যপ্রসূত দেশের প্রতিটি কোণায় গর্ব, আবেগ এবং দেশপ্রেমের প্রতীক 

স্বাধীনতার পতাকা উড়ছিল যখন দেশের মাটিতে 

শরণার্থী শিবির থেকে কোটি কোটি মানুষ নিঃসম্বল
 চোখের জলে ভাসতে ভাসতে স্বাধীন দেশে প্রত্যাবর্তন করা

স্বাধীনতা আসলে ছিলো এক আশ্চর্য পুতুল, 
আলো আঁধারেতে তার নড়াচড়া স্বেচ্ছাকৃত পরাধীন 
সেই পুতুলের প্রত্যেকটি নড়াচড়া তৈরি হতো অন্তরালে বসে থাকা কোনও প্রতিকীর হাতে বাঁধা সুতোর টানে। 

পরাধীনতার সুতো ছিড়ে  আবেগ, আকাঙ্ক্ষা, লড়াই আর আত্মত্যাগের প্রতিক আজকের স্বাধীনতা

তাইতো স্বাধীনতার স্বাদ আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে চেতনায়, অনুভবে, বিচক্ষনতায়, দায়িত্বশীলতায়, প্রজ্ঞায়।

এমএসএম / এমএসএম