এডিপির প্রকল্পে হরিলুট : কাগজে বাস্তবায়িত থাকলেও বাস্তবে উন্নয়ন নেই
পটুয়াখালীর বাউফল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কিছু প্রকল্প কাগজে কলমে বাস্তবায়িত দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। তবে বাস্তবে প্রকল্পের মেয়াদ শেষের ৯মাস পার হলেও কাজের কোনো বাস্তবায়ন দেখা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২২ অর্থ বছরে বাউফল উপজেলায় এডিপির আওতায় ৬৭টি প্রকল্প নেওয়া হয়। মোট বরাদ্দ ছিল ১কোটি ৯লাখ ১৬হাজার টাকা। ১৫টি প্যাকেজে ৪১টি প্রকল্প ছিল দরপত্রের মাধ্যমে। বাকি ২৬টি প্রকল্প সিপিসি করে বাস্তবায়নের কথা বলা হয়। উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের এসব প্রকল্প এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, পাকা ঘাটলা, নলকূপ স্থাপন, শৌচাগার নির্মাণ ও রাস্তা সংস্কার। চুক্তি অনুযায়ী ৪৫দিনের মধ্যে এসব প্রকল্পে কাজ শেষ হওয়ার কথা।
কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার ৯মাস পার হলেও বিভিন্ন প্রকল্পের কাজ শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প সিপিসি প্রকল্প বাস্তবায়িত দেখিয়ে বিল উত্তোলন করে নিয়েছেন। উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন কি সুবিধা নিয়ে ওই বিল প্রদান করেছেন এমন প্রশ্ন উঠেছে ওই প্রকৌশলীর বিরুদ্ধে। সম্প্রতি সরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।
এডিপির আতওয়ায় উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে নুর মোহাম্মাদ সিকদার বাড়ির মসজিদে পাকা ঘাটলা নির্মাণ, ঘুরচাকাঠী ইসমাইল সরদার বাড়ি পাকা ঘাটলা নির্মাণ ও চাদকাঠী গ্রামের সিকদার বাড়ি একটি গভীর নলকূপ স্থাপণের জন্য ৩লাখ ৪ হাজার টাকা চুক্তিমূল্যে পটুয়াখালীর মের্সাস মানজারুল এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে উপজেলা প্রকৌশলী কার্যাদেশ দেয়। কাগজে কলমে কাজ বাস্তবায়িত দেখিয়ে ঠিকাদারকে বিলও প্রদান করেন উপজেলা প্রকৌশলী। তবে বাস্তবে কাজের কোনো চিহৃ পাওয়া যায়নি। প্রকল্পের মেয়াদ ৪৫ দিন থাকলেও পার হয়েছে ৯ মাসেরও বেশি সময়।
এবিষয়ে ঠিকদার শাওন বলেন, কাজটি খোকনের কাছে বিক্রি করে দিয়েছি। আর খোকন বলেন, কয়কেদিনের মধ্যে কাজ শুরু করা হবে। কাজ না করে বিল উত্তোলনে বিষয় জানতে চাইলে বলেন, ‘সমস্যা নাই, জামানত জমা আছে।’একই এডিপি প্রকল্পের আওতায় কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে গভীর নলকূপ স্থাপনের জন্য ৯০ হাজার বরাদ্দ দেওয়া হয়। উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ইসরাত জাহানকে ওই প্রকল্পের সিপিসি করা হয়। কাগজে কলমে নলকূপ স্থাপন কাজ বাস্তবায়িত। বিলও উত্তোলন করেন সিপিসি। তবে নলকূল খুঁজে পাওয়া যায়নি। এবিষয়ে জানতে প্রকল্পের সিপিসি ইসরাত জাহানকে পাওয়া যায়নি। তার স্বামী মো. সফিজ সিকদার বলেন, নলকূপের বিষয়ে আমি কিছু জানি না।
একইভাবে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে আ. ছত্তার শিকদার বাড়িতে গভীর নলকূপ স্থাপন না করে বরাদ্ধের ৯০ হাজার টাকা উত্তোলন করেন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুবেল তালুকদার। সাবেক এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকল্পের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
অপরদিকে এডিপির প্রকল্পের আওতায় ৫লাখ ৪১হাজার টাকা চুক্তিমূল্যে উপজেলার কালাইয়া ইউনিয়নের দুইটি বাড়ির প্রবেশ পথে ইটের সলিং রাস্তা নির্মাণ ও দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবারহ করেন মেসার্স নিউ আহম্মেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নামমাত্র ইটের সলিং ও দুই শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ১৬জোড়া বেঞ্চ সরবারহ করে প্রকল্পের পুরো টাকা আত্মসাত করেন ঠিকাদার। এবিষয়ে জানতে ওই ঠিকাদারকে পাওয়া যায়নি। তার ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, আমার কোন এসও যদি কাজ না দেখে বিল আমার টেবিলে দিয়ে থাকে তাহলে এই টাকা তার পকেট থেকে দিতে হবে। আর এডিপির এটা বাংলাদেশের চিত্র লিখলে কিছু যায় আসে না।
এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন বলেন, কাজ না করে বিল উত্তোলনের কোন সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ
ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক হেনস্তার শিকার
পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড
দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন
হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা
তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক
টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম
জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ
ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ