ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মান্দায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধুকে নির্যাতন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৩ দুপুর ১২:৩৪

 নওগাঁর মান্দায় এক গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে রক্তাক্ত জখন করছে পাষন্ড স্বামী, শাশুড়ী ও দেবর। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৫ মার্চ) উপজেলার মান্দা সদর ইউপির রনাহার গ্রামে।

আহত গৃহবধু শিরিনা আক্তার (২৫) রনাহার গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ও উপজেলার কুসুম্বা ইউপির শামুকখোল গ্রামের সেলিম হোসেনের মেয়ে।

অভিযুক্তরা হলেন, রনাহার গ্রামের আজাদ হোসেনের বড় ছেলে আনোয়ার হোসেন (৩০), ছোট ছেলে সানোয়ার হোসেন (২৫) এবং স্ত্রী আয়না বেগম (৫০)।

জানাগেছে, আহত শিরিনা আক্তার প্রায় স্বামী, দেবর ও শাশুড়ীর নির্যাতনের শিকার হতেন। বিয়ের পর থেকে প্রায় ৮ বছর ধরে নির্যাতনের শিকার হওয়ার পরও ঘর সংসার করে আসছেন। বাবা গরিব ও ভ্যান চালক হওয়ায় সবকিছু  মুখ বুজে সহ্য করে সংসার করে আসছিলেন।
এরই মধ্য তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তার বয়স প্রায় ৫ বছর। তবু নির্যাতনের বুঝা কমেনি তার উপর থেকে। ঘটনার দিন জামাই শশুর, শাশুড়ি ও বড় ভাইকে কৌশলে ডেকে এনে বাড়ির ভিতর আটক করেন। এরপর তাদের সামনে মেয়ে শিরিনা আক্তারকে হাত-পা বেঁধে অভিযুক্তরা লাঠিসোটা ও হাসুয়া হাতে নিয়ে মারপিট শুরু করেন। মারপিট দেখে শিরিনার বাবা, মা ও ভাই এগিয়ে আসলে তাদেরকে মারপিট করেন। এসময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটেএসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বর্তামানে শিরিনা আক্তার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
সরেজমিনে হাসপাতালে গেলে, আহত গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় কালশিরা জখম চিহ্ন দেখা গেছে। এছাড়াও হাসুয়ার কোপে তার মাথায় রক্তাক্ত জখমের হওয়ায় ৪ টি সেলাই করা হয়েছে বলে গৃহবধু জানান।
আহতের বাবা সেলিম হোসেন জানান, আমি গরিব হলেও মেয়ের সুখের জন্য নগদ ৭০ হাজার টাকা ও ঘরের সকল আসবাবপত্র দিয়েছি। এরপর ও আমার মেয়েকে ভাত কাপড় দিবে না বলে প্রায় তারা নির্যাতন করেন।স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠক হওয়ার কিছুদিন পর আবারো নির্যাতন করেন। গরিব মানুষ হওয়ায় বারবার তারা মেয়েসহ আমাদের কে নির্যাতন করে আসছেন। এর উপযুক্ত আমি বিচার চাই।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, এঘটনায় আহতের বড় ভাই উজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেন।
তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী