মামলায় ওষুধ পাচারের কথা স্বীকার করলেন কারাগারের ফার্মাসিষ্ট
লালমনিরহাট সদর থানায় দায়েরকৃত মামলায় সরকারি ওষুধ পাচার করে বাইরে বিক্রির দায় স্বীকার করেছেন জেলা কারাগারের এ্যাসিস্ট্যান্ট ফার্মাসিষ্ট (এপি) ডিপ্লোমা নার্স বদিউজ্জামান (৫৩)। পুলিশ পরিচয়ে জোরপুর্বক টাকা আদায় ও ওষুধ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি সোমবার রাতে খানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম। তবে এ মামলার ব্যাপারে কিছুই জানেন না কারাগারের জেলার শফিকুল আলম ও সুপার ওমর ফারুক।
গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার বানিয়াদীঘি গ্রামের মৃত সুবাস চন্দ্র রায়ের ছেলে গৌতম চন্দ্র রায় (২৮) ও শহরের স্টেডিয়ামপাড়া এলাকার সোলেমান আলীর ছেলে ও পৌর ছাত্রদলের আহবায়ক সৈকত ইমরান (২৫)।
এজাহারে বদিউজ্জামান বলেছেন, গৌতম চন্দ্র রায় একজন মোটরসাইকেল ম্যাকানিক্স। শহরের এয়ারপোর্ট সড়কে গ্যারেজ রয়েছে। তিনি কারাগার থেকে সরকারি ওষুধ পাচার করে গৌতমের মাধ্যমে বাইরে বিক্রি করতেন। গত ১৪ মার্চ সন্ধ্যায় ওষুধ কেনার জন্য ৫জন অজ্ঞাত ব্যক্তি তার জেলখানা রোডে ভাড়াটে বাসায় আসেন। সেখানে গৌতমও উপস্থিত ছিলেন। ওষুধ দেখার সময় অজ্ঞাত ব্যক্তিরা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে চক্রটি নগদ ২৮ হাজার টাকা গ্রহন করে এবং এক লাখ টাকার একটি চেক লিখে নেয়। তারা চলে যাওয়ার সময় ওষুধগুলো নিয়ে যায়। গেল কয়েকদিন ধরে চক্রটি এক লাখ টাকার জন্য চাপ দিচ্ছিলো।
মঙ্গলবার দুপুরে কারাগারের এ্যাসিস্ট্যান্ট ফার্মাসিষ্ট বদিউজ্জামান বলেন,’ আমি লোভে পড়ে কারাগার থেকে সরকারি ওষুধ পাচার করে বাইরে বিক্রি করতাম। গৌতমের মাধ্যমে এই চক্রটি আমাকে ব্ল্যাকমেইল করেছে আমি মামলা করেছি।
বদিউজ্জামান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। দুই বছর আগে তিনি লালমনিরহাট জেলা কারাগারে বদলি হয়ে এসেছেন।
লালমনিরহাট জেলা কারাগারের জেলার শফিকুল আলম মঙ্গলবার দুপুরে জানান, তিনি মামলার বিষয়ে কোনকিছুই জানেন না। তবে বদিউজ্জামানের বিরুদ্ধে কারাগার থেকে সরকারি ওষুধ পাচারের অভিযোগ রয়েছে।
জেলা কারাগারের সুপার ওমর ফারুক মঙ্গলবার দুপুরে বলেন, তিনিও মামলার ব্যাপারে অবগত নন। বদিউজ্জামান মামলায় ওষুধ পাচারের বিষয়ে স্বীকার করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আরো চার সন্দেভাজনকে গ্রেফতার করতে পুলিশ সক্রিয় রয়েছে। বদিউজ্জামানের কাছ থেকে নেওয়া ব্যাংকের চেকটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আর কারাগার থেকে সরকারি ওষুধ পাচার করে বাইরে বিক্রি করার বিষযটি কারাগার কর্তৃপক্ষ দেখবেন।
এমএসএম / এমএসএম
কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে
Link Copied