ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

গাজীপুরে ঈদগাহ্ এর সরকারি অনুদানের টাকা আ’লীগ নেতাদের পেটে!


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ৪:৩৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া ঈদগাহ্ মাঠ সংস্কারের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচির প্রকল্পে ২০১৯-২০২০ অর্থ বছরে ৪৫ হাজার টাকা বরাদ্দ বাগিয়ে নেন আওয়ামীলীগের নেতারা। ঈদগাহ্ এর কমিটি থাকা সত্ত্বেও সরকারি অনুদানের টাকা নিজেদের পকেটে ঢুকাতে বানায় ভুয়া এক কমিটি। সেই কমিটিতে আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন মায়া সাজেন সভাপতি আর সাধারণ সম্পাদক করেন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মামুন আহমেদকে। কমিটিতে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল মিয়াসহ আরো ৩ জনকে সদস্য রাখা হয়।

বরাদ্দের প্রায় চার বছর পর সেই অর্থ বরাদ্দের অনুমোদনের চিঠি এশিয়ান টেলিভিশনের হাতে আসে। এরপর যোগাযোগ করা হয় ঈদগাহ্ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো.আতাউর রহমানের সাথে। তিনি এই বরাদ্দের চিঠি দেখে তিনি রীতিমত চমকে উঠেন। তিনি জানান, মাঠে পানি জমে থাকায় গত ঈদ গুলো মুসল্লিরা অনেক কষ্ঠে নামাজ আদায় করেছেন। আর সেই মাঠ সংস্কারের টাকা এভাবে ভুয়া কমিটি বানিয়ে লুপাট করা অতন্ত খুঃখজনক। এর সঠিক বিচারও বাদি করেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, অনুদানের চিঠিতে স্বাক্ষর রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী একেএম মোহিতুল ইসলামের ও তৎকালীন উপজেলা নিবার্হী অফিসার শেখ শামসুল আরেফিনের। তাঁরা ঈদগাহ্ মাঠের কাজের অগ্রতি পরিদর্শন না করেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি এই ভুয়া কমিটির হাতে সরকারি অনুদানের টাকা তুলে দিয়েছিলেন।  
 
আর সেই সুযোগে ভুয়া কমিটিতে থাকা আওয়ামীলীগের নেতাকর্মীরা সুকৌশে প্রকল্পের টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেন। আর এ দিকে মাঠে ছোট বড় অনেক গর্তে অল্প বৃষ্টিতেই পানি জমে থাকায় আসছে ঈদুল ফিরতের নামাজ আদায়ের রয়েছে শঙ্কা। দীর্ঘ ৫০ বছরের বেশি পুরনো এই ঐতিহ্যপূর্ণ ধনুয়া ঈদগাহ্ মাঠ এটি। এখানে প্রতি দু’ঈদে হাজার হাজার ধর্মপ্রাণ মসল্লিরা ঈদের নামাজ আদায় করে থাকেন। আর অর্থ সংকটে দীর্ঘ দিন করে সেই মাঠের সংস্কার করতে পারছে না ঈদগাহ্ কমিটি। মাঠের নামে এমন ভাবে সরকারি অর্থ লুপাট করায় ঘটনা মানতে পারছেন না স্থানীয়রা।
 
এদিকে আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন মায়া সব অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি বরাদ্দের টাকা তার কাছেই আছে। যে কোন সময় মাঠে কাজ করলে তিনি দিয়ে দিবেন। আর ভুয়া কমিটি বানিয়ে প্রকল্প বাগিয়ে নেয়ার বিষয়ে তিনি জানান, উন্নয়নের জন্য তিনি এমনটি করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী একেএম মোহিতুল ইসলাম জানান, আমাদের বোকা বানিয়ে সরকারি বরাদ্দ নেয় আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন মায়া। আমরা জানতে পেরে সরকারি টাকা উদ্ধারের জন্য তাকে চাপ দিয়েছি। টাকা উদ্ধার হলে মাঠের প্রকৃত কমিটির হাতে তুলে দেয়া হবে। তার বিরুদ্ধে পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলে তিনি বিস্তারিত তথ্য দিতে পারবেন।

এমএসএম / এমএসএম

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে