ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

খানসামায় উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) কে অপসারনের দাবিতে মানববন্ধন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ২:৫৬
দিনাজপুরের খানসামা উপজেলায় ভি.ডাব্লিউ.বি -তে অনিয়ম স্বেচ্ছাচারিতা, জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) রাশিদা আক্তারের দ্রুত অপসারণের দাবীতে মানববন্ধন করেছে খানসামা উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরাম ও জনসাধারণ এলাকাবাসী।
 
সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ ডাক বাংলো এর সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইউপি সদস্য ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন ৬ ইউনিয়নের জনপ্রতিনিধিগণ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচীর আওতায় যে তালিকা প্রণয়ন করা হয়েছে সেটি নিয়ম মেনে হয়নি। ইউএনও অটোমেশনের কথা বলে স্বেচ্ছাচারিতা করে তালিকা তৈরী করেন। এটি সম্পূর্ণ আইনবহির্ভূত। অন্য উপজেলায় যে নিয়মে হয়েছে আমাদের এখানে সেই নিয়মে হয়নি। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চুরি-ছিনতাই রোধে স্থানীয় সাংসদ এর পরিকল্পনায় আনসার ভিডিপি সদস্যদের রাত্রিকালীন পাহারাদার হিসেবে রাখা হয়। কিন্তু চলতি মৌসুমের ভিজিডি তালিকায় রাত্রিকালীন পাহারাদার, কমিউনিটি ক্লিনিকের আয়া ও বিভিন্ন দপ্তরের বিনা বেতনের কর্মচারীর নাম নেই। ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন ও দূর্ণীতির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তারের দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি জানান। যদি আগামী ৭ দিনের মধ্যে এর সুরাহা না হলে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে। 
এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
 
জানা যায়, এর আগে খানসামা উপজেলায় চূড়ান্ত হওয়া ভিডব্লিউবি কর্মসূচির ২৬৫৯ জনের তালিকা সংশোধন করার দাবিতে গত ১০ জানুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ৪ ঘন্টা অবরুদ্ধ করেছিল ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা।
এছাড়াও গত ১৮ জানুয়ারি দুপুরে উপজেলার পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের আয়োজনে এক জরুরি সভায় ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের তালিকা তৈরিতে মতামত না নেওয়া এবং অনিয়মের অভিযোগে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ছয় ইউপির জনপ্রতিনিধিগ।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ