চিকিৎসককে প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ
নেত্রকোনায় পৃথক দুটি অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার ও চার মাদক কারবারীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ওসি খন্দকার শাকের আহমেদ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন আলাউদ্দিনের ছেলে কোহিনুর (২৪) ও হবিগঞ্জের বানিয়াচং থানাধীন মান্দুরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রাফিজুল মিয়া (১৯)। অপর আরেক অভিযানে নেত্রকোনা পূর্বধলা উপজেলার মহেন্দুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আলমগীর (২৮) ও একই উপজেলার শানখোলা গ্রামের ফজল খাঁর ছেলে মো. সেলিম মিয়া (৩৫)।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে নেত্রকোনা সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে খায়ের বাংলা গ্রামের তিলকখালি ব্রিজের পূর্বপাশে অভিযান পরিচালনা করেন। আলমগীর ও সেলিম নামে দুজনকে আটক করে। তাদের কাছে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর স্কচট্যাপ প্যাঁচানো তিনটি পুটলায় ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশের এ দলটি।
ওসি আরও জানায়, এরআগে গত সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনিসহ সঙ্গীর ফোর্স নিয়ে নেত্রকোনা পৌরশহরের পারলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় নেত্রকোনা হয়ে সুনামগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার সময় কোহিনুর ও রাফিজুলকে আটক করা হয়। তারা অভিনব কায়দায় ট্রাভেলিং ব্যাগ ব্যাবহার শার্ট-প্যান্ট পিচের মতো প্যাকেট করে নিয়ে যাচ্ছিল। প্যাকটগুলো মোটা কাগজ দিয়ে মুড়িয়ে পার্ট টু পার্ট করে এবং এতে শ্যাম্পু জাতীয় সুগন্ধি ব্যবহার করে। যাতে কারো কাছে কোন প্রকার সন্দেহ না হয়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে