ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নাঙ্গলকোটে সিজার করতে গিয়ে রোগীর মৃত্যু


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৮-৪-২০২৩ রাত ৯:০
কুমিল্লার নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের বিরুদ্ধে সিজার করতে গিয়ে রোগীর মৃত্যু ও সাংবাদিকের উপস্থিতিতে লাশের রফাদফার অভিযোগ উঠেছে।
 
জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরী পাড়া গ্রামের শাহজালালের স্ত্রী এক সন্তানের জননী ফাতেমা আক্তার (২৫) কে ডেলিভারির জন্য উপজেলার ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
 
নাঙ্গলকোটের কোথাও আইসিইউর ব্যবস্থা না থাকায় তৃতীয় সিজারের নিয়ম না থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের গাইনী, প্রসূতিবিদ্ধা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদা আক্তার মুক্তা রোগীকে সিজারের সিদ্ধান্ত প্রধান করলে ডাঃ মাহমুদা আক্তার মুক্তা ডাঃ আবু নাসের নেতৃত্বে আমেনার তৃতীয় সিজার (অপারেশন) শুরু হয়।
 
পরে ভুল অপারেশন করে অতিরিক্ত রক্ত খননে ফাতেমার অবস্থা গুরুতর হলে নাঙ্গলকোট আইসিইউ না থাকায় হসপিটাল কর্তৃপক্ষ তাদের খরচ আট হাজার টাকা রেখে কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে রেফার করে। কুমিল্লা নেওয়ার পথেই ফাতেমার মৃত হয়।
 
পরে আমেনার স্বামী'সহ আত্মীয় স্বজনরা হসপিটালে আসলে হসপিটাল কর্তৃপক্ষ হসপিটালের বিতর একটি কক্ষে বসে টাকার বিনিময়ে লাশের রফাদফা করে সাদা কাগজে ফাতেমার স্বামীর সাক্ষর গ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ফাতেমার এক আত্মীয় জানান, মিডিয়ার সামনে কোন কথা বলতে এবং থানায় অভিযোগ জানাতে নিষেধ করা হয়েছে।অভিযুক্ত ডাক্তারদ্বয়ের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।
 
হসপিটাল ম্যানেজার রায়হান বলেন, এমন একটি ঘটনা ঘটেছে সেটি সত্য কিন্তু আমাদের হসপিটাল থেকে কুমিল্লায় যাওয়ার পথে মৃত্য হয়।তিনি আরো বলেন, আমরা মানবতারর দিক বিবেচনায় নবজাতকের চিকিৎসা খরচ বহন করার বিষয়ে তাদের কে জানিয়েছি।
 
এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা: নাসরিন আক্তার কথা বলতে চাইলে তিনি কথা বুঝতে পারছি না বলে কল কেটে দেন, পরবর্তীতে মুঠোফোনে বার্তা পাঠিয়েও কোন রেসপন্স পাওয়া যায়নি। 
 
এই প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ দেবদাস দেব বলেন, বিষয়টি কেউ অবগত করে নি, আপনার মাধ্যমে জেনেছি অবশ্যই পরিশর্দন টীম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে কেউ অবগত করে নি তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা