নাঙ্গলকোটে সিজার করতে গিয়ে রোগীর মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের বিরুদ্ধে সিজার করতে গিয়ে রোগীর মৃত্যু ও সাংবাদিকের উপস্থিতিতে লাশের রফাদফার অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরী পাড়া গ্রামের শাহজালালের স্ত্রী এক সন্তানের জননী ফাতেমা আক্তার (২৫) কে ডেলিভারির জন্য উপজেলার ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
নাঙ্গলকোটের কোথাও আইসিইউর ব্যবস্থা না থাকায় তৃতীয় সিজারের নিয়ম না থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের গাইনী, প্রসূতিবিদ্ধা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদা আক্তার মুক্তা রোগীকে সিজারের সিদ্ধান্ত প্রধান করলে ডাঃ মাহমুদা আক্তার মুক্তা ডাঃ আবু নাসের নেতৃত্বে আমেনার তৃতীয় সিজার (অপারেশন) শুরু হয়।
পরে ভুল অপারেশন করে অতিরিক্ত রক্ত খননে ফাতেমার অবস্থা গুরুতর হলে নাঙ্গলকোট আইসিইউ না থাকায় হসপিটাল কর্তৃপক্ষ তাদের খরচ আট হাজার টাকা রেখে কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে রেফার করে। কুমিল্লা নেওয়ার পথেই ফাতেমার মৃত হয়।
পরে আমেনার স্বামী'সহ আত্মীয় স্বজনরা হসপিটালে আসলে হসপিটাল কর্তৃপক্ষ হসপিটালের বিতর একটি কক্ষে বসে টাকার বিনিময়ে লাশের রফাদফা করে সাদা কাগজে ফাতেমার স্বামীর সাক্ষর গ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফাতেমার এক আত্মীয় জানান, মিডিয়ার সামনে কোন কথা বলতে এবং থানায় অভিযোগ জানাতে নিষেধ করা হয়েছে।অভিযুক্ত ডাক্তারদ্বয়ের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।
হসপিটাল ম্যানেজার রায়হান বলেন, এমন একটি ঘটনা ঘটেছে সেটি সত্য কিন্তু আমাদের হসপিটাল থেকে কুমিল্লায় যাওয়ার পথে মৃত্য হয়।তিনি আরো বলেন, আমরা মানবতারর দিক বিবেচনায় নবজাতকের চিকিৎসা খরচ বহন করার বিষয়ে তাদের কে জানিয়েছি।
এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা: নাসরিন আক্তার কথা বলতে চাইলে তিনি কথা বুঝতে পারছি না বলে কল কেটে দেন, পরবর্তীতে মুঠোফোনে বার্তা পাঠিয়েও কোন রেসপন্স পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ দেবদাস দেব বলেন, বিষয়টি কেউ অবগত করে নি, আপনার মাধ্যমে জেনেছি অবশ্যই পরিশর্দন টীম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে কেউ অবগত করে নি তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।
শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Link Copied