পাঁচবিবিতে জনপ্রিয় হচ্ছে মিষ্টি আলুর চাষাবাদ

জয়পুরহাট জেলার পাঁচবিবিতে জনপ্রিয় হচ্ছে মিষ্টি আলুর চাষাবাদ। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন উন্নতজাতের মিষ্টি আলুর প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান, মোটিভেশনাল বা উদ্বুদ্ধকরণ ভ্রমণ, প্রয়োজনীয় প্রদর্শনী উপকরণ বিতরণ করেছেন। বাজারে সাধারণ মানুষের মাঝে মিষ্টি আলুর ব্যাপক চাহিদা রয়েছে। যার ফলে কৃষকরা মিষ্টি আলু চাষাবাদের দিকে ঝুকছেন এবং মিষ্টি আলু চাষাবাদে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। গুণগতমান এবং অর্থনৈতিকভাবে কৃষক এবং ভোক্তা উভয়ে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান জানান, এ বছর উপজেলায় ১৪০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষাবাদ হয়েছে। কৃষকরা বিঘা প্রতি খরচ বাদে প্রায় ৩৫-৪০ হাজার টাকা পযন্ত লাভবান হন। অতিরিক্ত খরচ তেমন কিছু নেই। রোপনের পর জমির রকম ভেদে ১-২ বার সেচ দিলেই হয়। কোন জমিতে সেচেরও প্রয়োজন হয় না। রোগবালাই তেমন কিছু নেই। কন্দাল জাতের মিষ্টি আলু বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। সে কারনে উপজেলার পৌরসভা সহ বালিঘাটা, আয়মারসুলপুর, ধরঞ্জি ইউনিয়ন এলাকায় এই মিষ্টি আলুর চাষাবাদ বেশি। বাগজানা ও আটাপুর ইউনিয়নেও কিছু চাষাবাদ হয়। পৌরসভার রাধাবাড়ী এলাকার মিষ্টি আলু চাষী মেহেদী হাসান এর প্রদর্শনী ক্ষেত পরিদর্শনে গেলে তিনি জানান, তার চাষাবাদে অফিস থেকে প্রয়োজনীয় উপকরন , প্রশিক্ষণ ও পরামর্শ সহ প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন। তার চাষাবাদে তেমন কোন সমস্যা হয় নাই। গত বছর নভেম্বর মাসের মাঝামাঝিতে বারি মিষ্টি আলু-১১ জাতের রোপন করেছিলেন। এখন আলু উত্তোলন করছেন ফলন খুব ভালো হয়েছে। এখন বাজারে প্রতি কেজি ২৫-৩০ টাকা দরে বিক্রয় হচ্ছে। ভালো আলু হলে আরো বেশি দাম। তাতে কৃষক মেহেদী হাসান সহ এলাকার মানুষের মধ্যে ব্যাপক সারা পড়েছে এবং তারা মিষ্টি আলুর চাষাবাদ অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
