ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

কার্যালয়ে বসে মাদক গ্রহণের সত্যতা পাওয়ায় ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-৪-২০২৩ রাত ১১:৭

লালমনিরহাট হাতিবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তার কার্যালয়ে বসে মাদক গ্রহণের অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ওরফে মিরুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এই নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।

গত ১৯ মার্চ স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি গত সোমবার ডাকযোগে পেয়েছেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরেও নোটিশের একটি অনুলিপি এসে পৌঁছেছে। হাতিবান্ধা ইউএনও নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি মাদক নিইনি। শারীরিক সমস্যার জন্য আমি হারবাল ওষুধ নিয়েছিলাম। এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

গত জানুয়ারির শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন নিজের সরকারি কার্যালয়ে মাদক মামলার এক আসামির হাত থেকে ফেনসিডিলের বোতল নিচ্ছেন। উপজেলা পরিষদের চারতলা প্রশাসনিক ভবনের নিচতলায় ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের কার্যালয়। সেখানে বসে প্রতিনিয়ত তিনি মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। বহুতল এই ভবনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের কার্যালয় রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ভিডিওর সূত্র ধরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে রংপুর বিভাগীয় কমিশনারের নির্দেশে লালমনিরহাট জেলা প্রশাসন এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের দায়িত্ব পান লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। গত ১৫ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ওই তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠান। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে হাতীবান্ধা উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি উপজেলা পরিষদ আইন অনুযায়ী অপরাধের শামিল। আইন অনুযায়ী কেন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে আনোয়ার হোসেনকে জবাব দিতে বলা হয়েছে। এ নিয়ে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কি না, তা–ও জানাতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

পরীক্ষার আগেরদিন রাতেই স্ব স্ব শ্রেণীর প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র‍্যালী,আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

চরলক্ষ্যায় মাদকসেবী কিশোর গ্যায়ের তাণ্ডবে আতঙ্কে দিনপার করছে স্থানীয়রা, থানায় অভিযোগ

খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

কুমিল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে এতিমখানায় পশু সদকা ও দোয়া

ঈশ্বরদীতে নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীপুরে অন্ধ প্রতিবন্ধীরা সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন

উলিপুরে কুড়িগ্রাম রুটে বিপদজনক ভাবে ট্রেনে উঠছে শিশুরা ছিনতাইকারীরা বেপরোয়া

রায়গঞ্জে উন্নত ক্রসব্রীড বকনা পেয়ে উচ্ছ্বসিত ১১২ কৃষক

বাঘা পৌর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় গীতা পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্হতা কামনা