ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

কার্যালয়ে বসে মাদক গ্রহণের সত্যতা পাওয়ায় ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-৪-২০২৩ রাত ১১:৭

লালমনিরহাট হাতিবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তার কার্যালয়ে বসে মাদক গ্রহণের অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ওরফে মিরুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এই নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।

গত ১৯ মার্চ স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি গত সোমবার ডাকযোগে পেয়েছেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরেও নোটিশের একটি অনুলিপি এসে পৌঁছেছে। হাতিবান্ধা ইউএনও নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি মাদক নিইনি। শারীরিক সমস্যার জন্য আমি হারবাল ওষুধ নিয়েছিলাম। এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

গত জানুয়ারির শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন নিজের সরকারি কার্যালয়ে মাদক মামলার এক আসামির হাত থেকে ফেনসিডিলের বোতল নিচ্ছেন। উপজেলা পরিষদের চারতলা প্রশাসনিক ভবনের নিচতলায় ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের কার্যালয়। সেখানে বসে প্রতিনিয়ত তিনি মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। বহুতল এই ভবনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের কার্যালয় রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ভিডিওর সূত্র ধরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে রংপুর বিভাগীয় কমিশনারের নির্দেশে লালমনিরহাট জেলা প্রশাসন এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের দায়িত্ব পান লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। গত ১৫ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ওই তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠান। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে হাতীবান্ধা উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি উপজেলা পরিষদ আইন অনুযায়ী অপরাধের শামিল। আইন অনুযায়ী কেন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে আনোয়ার হোসেনকে জবাব দিতে বলা হয়েছে। এ নিয়ে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কি না, তা–ও জানাতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে