ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মান্দায় ফায়ার সার্ভিস ষ্টেশনে হামলা ভাংচুরের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ১২:৩১

নওগাঁর মান্দায় ফায়ার সার্ভিস কর্মীকে মারপিট ও ফায়ার সার্ভিস ষ্টেশনে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই শিক্ষার্থীকে মান্দা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
মঙ্গলবার বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকায় শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের এক ছাত্রীর সাথে কথা বলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফায়ার সার্ভিস কর্মী আল সাহারিয়ার (২৪), শিক্ষার্থী ইমতিয়াজ আসিফ (২০) ও আল আরাফাহ (১৮)

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ‘বিকেলে এক শিক্ষার্থী তার মেয়ে বন্ধুকে নিয়ে ক্যাম্পাসের বাইরের পশ্চিম পার্শ্বে কলা বাগানের ভিতরের রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলো। ওই সময় একই পথ দিয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মী আল সাহরিয়ার যাচ্ছিল। এসময় ফায়ার সার্ভিস কর্মী পূর্ব পরিচিত হওয়ায় সেখানে দাঁড়িয়ে দেখে ওই মেয়ের ছেলে বন্ধুর হাত ও ওড়না ধরে টানাটানি করছেন। ফায়ার সার্ভিস কর্মীর দৃষ্টি কটু হওয়ায় প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করেন। এই ঘটনার জের ধরে শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউট ছাত্ররা ফায়ার সার্ভিস ষ্টেশনে হামলা ও ভাংচুর চালায়।
 
তবে আহত শিক্ষার্থীদের অভিযোগ,ফায়ার সার্ভিস কর্মী সাহারিয়ার ‘ছাত্রীকে উত্যক্ত করার সংবাদ ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ঘটনার প্রতিবাদ জানাতে ফায়ার ষ্টেশনে গেলে, সেখানে থাকা লোকজন আমাদের আটকে রেখে মারধর করেন। পরে স্থানীয় লোকজন গিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।’

অভিযুক্ত ফায়ার ফাইটার আল সাহারিয়ার বলেন, ওই ছাত্রী আমার এলাকার হওয়ায় আগে থেকেই পরিচয় ছিল। বিকেলে প্যান্ট সিলাই করার জন্য ওই পথ দিয়ে মান্দা সদর ইউনিয়ন পরিষদের বাজারে যাওয়ার পথে ওই ছাত্রীর সাথে দেখা হলে  মোটরসাইকেল থামিয়ে কথা বলি।  কথা বলার কারণে তারা এসে আমাকে মারপিট শুরু করেন। 
এক পর্যায়ে স্থানীয় কয়েকজন একত্র হয়ে আমাকে মারপিট করে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী বলেন, ‘আমার বাউন্ডারির বাইরে কী হয়েছে তা জানি না। তবে টেক্সটাইল কলেজের শিক্ষার্থী ও বহিরাগত কিছু লোকজন ষ্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও ইটপাটকেল ছুড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রসঙ্গে জানাতে টেক্সটাইল ইনস্টিটিউটে গিয়ে অধ্যক্ষসহ দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।

ঘটনার পর পর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন।

 

এমএসএম / এমএসএম

চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল

সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ

রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী

ভূরুঙ্গামারীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

যৌথ বাহিনীর অভিযানে অভয়নগরে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তি: জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়