বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের অর্ন্তগত পুরানো ঐতিহ্য কেন্দ্রীয় হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ গুরু ওয়ান্না ছারা ভিক্ষু সঞ্চলানায় আষাঢ়ী পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় সুন্দর পরিবেশে বুদ্ধ ধর্মের দেশনায় মধ্যে পালিত হয়। সর্ব প্রথমে গৌতম বুদ্ধের কাছে পঞ্চশীল প্রার্থণা করে আষাঢ়ী পূর্ণিমা শুরু হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান ক্যসুইথুই চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান ও বৌদ্ধ বিহারে সাবেক সভাপতি ঞোমং মারমাসহ বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আখ্যইমং চৌধুরী রাজস্থলী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও এক্সপ্লাস টিভি রাজস্থলী প্রতিনিধি সাংবাদিক মানধিকার কর্মী চাইথোয়াইমং মারমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দায়ক দায়িকা উপস্থিত ছিলেন। এসময় সঞ্চলনায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে সেক্রেটারী মংসাথোয়াই মারমা। এ আষাঢ়ী পূর্ণিমা পাবর্ত্য চট্রগ্রাম বসবাসরত জুড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এক নিয়ম পালন করছে। অন্য দিকে বাংলা নববর্ষ বা মারমাদের মহা সাংগ্রাই পোওয়ে প্রতিবছরে ন্যায় এবছর সুন্দর পরিবেশে ধর্মীয় অনুযায়ী পালন করতে দেখা যায়। এর পর বিকাল ৫ টায় বিহারে একসাথে সমবত হয়ে নতুন পোষাক থামী পরিধান করে আসে দাযক দায়ীকা সহ ছোট ছোট শিশুরা পুরাতন বছরে সুখ দুঃখ ভরা কে বিদায় নতুন বছরে গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা ঘরে ঘরে ফিরে আসুক এবং জগতে সকল প্রাণী সুখী সমৃদ্ধির বয়ে আনুক প্রার্থণা করা হয়। বুদ্ধ পূজা প্রদীপ পূজা ফুল পূজা সহ অন্যান্য পূজা করতে দেখা যায়।বিহারে অধ্য ক্ষ ওয়ান্না ছারা ভিক্ষু সকলের উদ্দেশ্য সকল সম্প্রদায়ের শান্তি শৃঙ্খলা সুন্দর পরিবেশ বাস করতে পারি, গৌতম বুদ্ধের বাণী দিয়ে দেশনায প্রদান করেন। দান শীল ভাবনা গৌতম বুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী বলে জানান। প্রতিটি মানব জাতি গৌতম বুদ্ধের অনুসারী হয়ে পঞ্চশীল অস্টশীল পালনীয়। অহিংস পরম ধর্ম শেষে সব্বে স ত্তা সুখীতা হোন্ত বলে গৌতম বুদ্ধের দেশনা শেষ করা হয়েছে।
এমএসএম / এমএসএম