ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে ভূমি সেবায় এসেছে অভূতপূর্ব পরিবর্তন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ৪:২২

নরসিংদী সদর সহকারী কমিশনার ভূমি অফিস ভূমি সেবায় এসেছে আমূল পরিবর্তন। পূর্বে যেখানে দালাল দ্বারা বেষ্টিত ছিল এ ভূমি অফিস। আজ সেখানে অনেকটা দালাল ও দুর্নীতিমুক্ত। সময়ের ব্যবধানে এসেছে আমূল পরিবর্তন। একসময় জমি খারিজ বা নাম জারির জন্য সাধারণ জনগণকে ঘুরতে হতো মাসের-পর-মাস। আজ সেখানে ২১ দিনের ব্যবধানে পাওয়া যাচ্ছে নাম খারিজের কাগজ। 
এছাড়া প্রবাসীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা, তারা মাত্র ৭ দিনের মধ্যে তাদের নামজারী জমাভাগের কাগজপত্র হাতে পাচ্ছেন।
পূর্বে নাম খারিজের আবেদন করার ২৮ দিন পরে জানা যেতো কোন কাগজে সমস্যা আছে কিনা বা আরও তথ্য সম্বলিত কি কি কাগজ লাগবে সেই সকল তথ্য এখন আবেদন করার দিনেই পাওয়া যাচ্ছে।

নরসিংদী সদর উপজেলা আয়তনের দিক থেকে অনেক বড় একটি উপজেলা হওয়ায় এর জনসংখ্যা একদিকে যেমন অনেক বেশি তেমনি ভূখন্ডের পরিমাণের দিক থেকেও কম নয়। আবার এই উপজেলার বড় একটি অংশ চরাঞ্চল হওয়ায় জমিজমা বিষয়ক সমস্যা যেন কোনভাবেই পিছন ছাড়ে না। আর এই সকল বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসার এর পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন রকম সব অভিনব পদ্ধতি। যা ইতিমধ্যে তাক লাগিয়েছেন সদরবাসী সহ দেশের বিভিন্ন মানুষের কাছে। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে এবং দ্রুত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে সদর উপজেলার নরসিংদী পৌর ভূমি অফিসসহ ১৫টি ভূমি অফিসে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

যার মাধ্যমে প্রতিনিয়ত অনলাইন পদ্ধতিতে ১৫টি ইউনিয়ন ভূমি অফিসের সাথে যোগাযোগ বজায় রেখে সমাধান করা হচ্ছে জমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান। এছাড়াও দালাল থেকে সাধারণ জনগণকে রক্ষা ও ভোগান্তির হাত থেকে মুক্তি দেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসারের উদ্যোগে কার্যালয়ের চারিদিকে বসানো হয় সিসি ক্যামেরা।

জনগণের মধ্যে সচেতনতা আনয়ন বৃদ্ধির লক্ষ্যে ও দালাল থেকে দূরে থাকার জন্য মাসব্যাপী করেন প্রচার মাইকিংয়ের ব্যবস্থা। এছাড়াও লিফলেট বিতরণ, পোস্টার প্রদর্শন, অনলাইন প্রত্যয়ন ও ওয়ারিশ কায়েম সনদ প্রদান কার্যক্রম, অনলাইনে মিসকেসের শুনানি গ্রহণ, দীর্ঘ ২৮ দিন অপেক্ষা পর নামজারী আবেদন তথ্য ঘাটতি/বিভ্রাটের কারণে বাতিল হলে সেবাগ্রহীতার সময় ও শ্রম অপচয় হয়। এই সমস্যা থেকেও উত্তরণে নিয়েছেন নতুন উদ্যোগ। আবেদন গ্রহনের সময়ই কাগজপত্র যাচাই-বাছাই করে জানিয়ে দেয়া হচ্ছে আবেদনকারীকে। আর এ সকল সেবামূলক কার্যক্রমে প্রত্যেক্ষভাবে সহযোগিতা করে আসছেন তারই অফিস সহকারী মোহাম্মদ আলী।

পরবর্তীতে হোল্ডিংয়ে আবেদিত জমির সঠিকতা পাওয়া গেলে ২১ দিনের মধ্যেই নামজারী কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এমন ধরনের বিভিন্ন উদ্যোগে আজ নরসিংদী সদরের সাধারণ জনগন আস্থার পাত্র হিসেবে চিহ্নিত হয়েছেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান কাউসার।

নরসিংদী সদর উপজেলার স্থানীয় জনগণের সাথে কথা বললে তারা জানান, জমি-জমার বিষয়ে সমাধান করার বিষয়টি এক সময় অনেক জটিল এবং সময় সাপেক্ষ ছিল। কিন্তু আজ তা অনেকটাই সহজ হয়েছে। বিশেষ করে নরসিংদী সদরের এই সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান কাউসার আসার পরে থেকে।
মেহেদী হাসান কাউসার গত ১০/৮/২০২২ইং তারিখে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিনামূল্যে ধান কাটার রিপার মেশিন বিতরণ

বড়লেখার শৌখিন ফলচাষী রেজাউলের বাগানে ঝুলছে দেশি-বিদেশি নানা জাতের ফল

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ থানায় অভিযোগ

উল্লাপাড়ায় উপজেলা প্রসাশকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রায়গঞ্জে রাইস মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা প্রদান

শ্রীমঙ্গলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার

থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির নেতার সংবাদ সম্মেলন

‎কুতুবদিয়ায় ইয়াবাসহ যুবক আটক

ক্ষেতলালে সেনা সদস্যের বাড়িতে চুরি

মহেশপুরে ইউএনও খাদিজা আক্তারের কর্মকাণ্ডে জনগণের সন্তুষ্টি

মহাদেবপুরে ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির সাইদুর সভাপতি, রিপন সম্পাদক