ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সাংবাদিকদের নিদা

সাংবাদিক সুশান্ত মল্লিকের নামে মিথ্যা মামলা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৬-৪-২০২৩ দুপুর ২:১২

কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিডি নিউজে‘র কেশবপুর প্রতিনিধি সুশান্ত মল্লিকের নামে যশোর আদালতে হয়রানী মূলক মিথ্যা মামলার নিদা এবং তা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়ছেন কেশবপুর প্রসক্লাবের সকল সাংবাদিক বৃদ। বিবৃতিদাতারা হলেন, কেশবপুর প্রসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হাসাইন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তি, যুগ-সম্পাদক উৎপল দে, কোষাদক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, গ্রহন্তগার সম্পাদক মতিয়ার রহমান, ক্রীড়া ও সংকৃতি বিষয়ক সম্পাদক শেখ শাহীন, সদস্য মহেদী হাসান জাহিদ, শাহীনুর রহমান, আব্দুর রাজ্জাক , আজিজুর রহমান, নুরুল ইসলাম খান, ওয়াজেদ খান ডবলু, কেএম কবির হোসন, দিলিপ মোদক, আলহাজ রুহুল কুদ্দুস, আব্দুর রহমান, তন্ময় মিত্র বাপী, পরেশ দেবনাথ, রমেশ দত্ত, মাহাবুর রহমান ও সোহেল পারভজ প্রমূখ। তারা সাংবাদিক সুশান্ত মল্লিককে হয়রানী বন্ধসহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানিয়ছন।
গত ৩ এপ্রিল (২০২৩) দৈনিক বিডি নিউজ পত্রিকায় কেশবপুর সরকারি রাস্তা উদ্ধারের জন্য ইউএনও‘র কাছে এলাকাবাসীর আবেদন শিরানামে একটি খবর প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই সরকারি রাস্তা জবর-দখলকারী যশোরের কেশবপুর উপজলার সরাপপুর গ্রামের মৃত বসন্ত মল্লিকের ছেলে গৗের চদ্র মল্লিক সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হয়রানী করতে নানা ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহীকতায়  গত ৬ এপ্রিল (২০২৩) গৌর চদ্র মল্লিক তার ছলে প্রদীপ মল্লিককে বাদী করে একই গ্রামের শিশুরাম মল্লিকের ছেলে সাংবাদিক সুশান্ত মল্লিকের বিরুদ্ধে যশোর বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট আদালতে ১০৭/১১৪/১১৭ (সি) ফঃ কার্য বিধি ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তার পরবর্তি দিন ধার্য করছেন ১৭/০৮/২৩ ইং তারিখ। ওই মামলায় ১নং স্বাক্ষী গৌর চদ্র মল্লিক নিজেই। মামলায় সুশান্ত মল্লিকসহ বিবাদী করা হয়েছে মোট ৪ জনকে। 
এদিকে গৌর চদ্র মল্লিক সাংবাদিক সুশান্ত মল্লিকের বিরুদ্ধে মামলা করেই ক্ষান্ত হননি। তিনি ইতিমধ্যে তাকে অকথ্য ভাষায় গালী-গালাজসহ বিভিন্ন ধরনের হুমকিও দিয়েছেন বলে জানা গেছে। এব্যাপারে সুশান্ত মল্লিক ১৪ এপ্রিল কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সুশান্ত মল্লিক বলেন, উপজেলার সরাপপুর গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি এলাকার গৌর চদ্র মল্লিক দীর্ঘদিন ধরে জবর-দখল করে রাস্তাসহ বেড়া দিয়ে রেখেছেন। ফলে ওই রাস্তাদিয়ে চলাচল বিগ্নঘটায় রাস্তাটি উদ্ধারের জন্য এলাকাবাসী গত ২ এপ্রিল (২০২৩) কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবদন করেন। এব্যাপারে দৌনিক বিডি নিউজে খবরটি প্রকাশিত হলে গৌর চদ্র মল্লিকগংরা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রসহ আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। 

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির