ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

উপজেলা স্বাস্থ্য বিভাগকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে চলছে অনিবন্ধিত নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতাল


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৬-৪-২০২৩ রাত ৯:৫১
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে চলছে অনিবন্ধিত  ইসলামিয়া জেনারেল হাসপাতাল। নিয়ম বহির্ভূতভাবে তৃতীয়বার সিজার করতে গিয়ে গত শুক্রবার বিকেলে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে এবং টাকার বিনিময়ে সেটি রফাদফা হওয়ার সংবাদ প্রকাশের পর রবিবারল নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরিদর্শন টীম পাঠিয়ে হসপিটালের কার্যক্রম বন্ধ করেন দেন।
 
কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য বিভাগকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ম্যানেজার রায়হান সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি প্রধান করেন। 
সোহেল নামে হসপিটালের এক শেয়ার হোল্ডার বলেন, আমাদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাঃ লতিফা আক্তার লতা হসপিটালের ভর্তি বন্ধ রেখে আউটডোর চালু রাখতে বলেছেন এবং বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনকে না জানানোর অনুরোধ করেন।
 
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেবকে একাধিক বার কল করেও মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
 
উল্লেখ্য গত শুক্রবার দুপুরে উপজেলার নাগরিপাড়া গ্রামের শাহজালালের স্ত্রী ফাতেমা আক্তারের ডেলিভারির জন্য ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
 
পরে তৃতীয় সিজারের নিয়ম না থাকলেও ওই হাসপাতালে শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের গাইনি প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মাহমুদা আক্তার মুক্তা ও ডাক্তার আবু নাসের নেতৃত্বে প্রসতির সিজার (অপারেশন) শুরু করেন।
এসময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসৃতির অবস্থা গুরুতর হলে নাঙ্গলকোটে আইসিইউ ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ তাদের অপারেশন চার্জ আট হাজার টাকা রেখে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথেই রোগী মারা যান।
 
পরে রোগীর স্বজনরা ইসলামিয়া জেনারেল হাসপাতালে এসে এ বিষয়ে অভিযোগ করলে মৃত্যুর স্বামীর স্বাক্ষর নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকার বিনিময়ে রফাদফা করে।
 
গতকাল নাঙ্গলকোট পৌরসভার ২ নং প্যানেল মেয়র নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের পরিচালক জহিরুল্লাহ সুমন ওমরাহ হজ্ব শেষে দেশে ফিরে পূনরায় ১৬ এপ্রিল রোববার থেকে হাসপাতালের কার্যক্রম চালু করেন বলে নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানান।
 
এবিষয়ে রোববার (১৬ এপ্রিল) মুঠোফোন এক ভদ্র মহিলার সাথে যোগাযোগ করলে রিসিপশনের দায়িত্বে আছেন স্বীকার করে বলেন, না হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে এই বিষয়ে কোন কথা থাকলে সুমন স্যারের সাথে কথা বলুন।
 
পরিচালক জহিরুল্লাহ সুমনের কাছে হাসপাতাল বন্ধ ও পরবর্তী চালু করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো কিছু জানিনা মাত্র গতকাল ওমরাহ করে বাড়ি আসছি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা