ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মান্দায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৩ দুপুর ৩:১০

নওগাঁর মান্দায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে ৯নং তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুলের বিরুদ্ধে  স্থানীয় আ.লীগ নেতারা সংবাদ সম্মেলন করেছেন। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৫টার সময় তেঁতুলিয়া  ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজিবুর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ এনে বলেন, ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুল দলীয় তালিকা অনুসরণ না করে মনগড়া ভাবে নিজেদের লোকজনের মাঝে চাল বিতরণ করেছেন। গত বারের তালিকা অনুযায়ী এবারে চাল পায়নি  সাড়ে ৪শত লোকজন। এছাড়াও চেয়ারম্যান প্রত্যেককে ১০ কেজি করে চালের পরিবর্তে ৭ থেকে ৮ কেজি করে চাল দিয়েছেন। এজন্য আমরা তার শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করেছি। এসময় তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন। তারা আরোও বলেন, অনিয়মের খবর পেয়ে ইউএনও মহাদোয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ইউনিয়ন পরিষদে এসে চাল কম দেওয়ার সত্যতা পেয়েছেন। এসময় ইউএনও মহোদয় কোন মন্তব্য করেননি বলে তাদের অভিযোগ। একই সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম দলীয় নেতাকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন,চাল কি আ.লীগের বাপের ঘরের। একরম কথা বলার জন্য ইউনিয়ন আ.লীগের  সভাপতি গাজিবুর রহমান ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তার বিরুদ্ধে। 
ভুক্তভোগী ৯নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক হোসেন ও পরেশ তুল্যার ছেলে মামুনুর রশিদ ১০কেজি চালের মধ্যে ৮কেজি চাল পাওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও ৭ নং ওয়ার্ডের কটকতোল গ্রামের আব্দুল ছামাদ সাড়ে ৭কেজি চাল পাওয়ার কথা জানান।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুল বলেন,সরকারি নির্দেশনানুয়ী চাল বিতরণ করা হয়েছে ।চাল বিতরনের সময় ইউএনও মহোদয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিষদে এসেছিলেন। মিটার দিয়ে মেপে প্রত্যেককে পরিমান ও প্রাপ্যতানুযায়ী  চাল দেওয়া হয়। অনিয়ম করার কোন সুযোগ নেই। তবে একটি মহল আমার সুনাম নষ্ট করতে পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমি কোন সময় আওয়ামীলীগের বিষয়ে সমালোচনা করিনি। মনগড়া ভাবে আমার বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,তেঁতলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার,সাবেক ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা,যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

এমএসএম / এমএসএম

চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল

সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ

রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী

ভূরুঙ্গামারীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

যৌথ বাহিনীর অভিযানে অভয়নগরে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তি: জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়