ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মান্দায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৩ দুপুর ৩:১০

নওগাঁর মান্দায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে ৯নং তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুলের বিরুদ্ধে  স্থানীয় আ.লীগ নেতারা সংবাদ সম্মেলন করেছেন। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৫টার সময় তেঁতুলিয়া  ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজিবুর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ এনে বলেন, ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুল দলীয় তালিকা অনুসরণ না করে মনগড়া ভাবে নিজেদের লোকজনের মাঝে চাল বিতরণ করেছেন। গত বারের তালিকা অনুযায়ী এবারে চাল পায়নি  সাড়ে ৪শত লোকজন। এছাড়াও চেয়ারম্যান প্রত্যেককে ১০ কেজি করে চালের পরিবর্তে ৭ থেকে ৮ কেজি করে চাল দিয়েছেন। এজন্য আমরা তার শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করেছি। এসময় তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন। তারা আরোও বলেন, অনিয়মের খবর পেয়ে ইউএনও মহাদোয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ইউনিয়ন পরিষদে এসে চাল কম দেওয়ার সত্যতা পেয়েছেন। এসময় ইউএনও মহোদয় কোন মন্তব্য করেননি বলে তাদের অভিযোগ। একই সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম দলীয় নেতাকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন,চাল কি আ.লীগের বাপের ঘরের। একরম কথা বলার জন্য ইউনিয়ন আ.লীগের  সভাপতি গাজিবুর রহমান ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তার বিরুদ্ধে। 
ভুক্তভোগী ৯নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক হোসেন ও পরেশ তুল্যার ছেলে মামুনুর রশিদ ১০কেজি চালের মধ্যে ৮কেজি চাল পাওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও ৭ নং ওয়ার্ডের কটকতোল গ্রামের আব্দুল ছামাদ সাড়ে ৭কেজি চাল পাওয়ার কথা জানান।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুল বলেন,সরকারি নির্দেশনানুয়ী চাল বিতরণ করা হয়েছে ।চাল বিতরনের সময় ইউএনও মহোদয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিষদে এসেছিলেন। মিটার দিয়ে মেপে প্রত্যেককে পরিমান ও প্রাপ্যতানুযায়ী  চাল দেওয়া হয়। অনিয়ম করার কোন সুযোগ নেই। তবে একটি মহল আমার সুনাম নষ্ট করতে পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমি কোন সময় আওয়ামীলীগের বিষয়ে সমালোচনা করিনি। মনগড়া ভাবে আমার বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,তেঁতলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার,সাবেক ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা,যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

এমএসএম / এমএসএম

পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ

দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা

কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের

মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা

‎কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার