সুনামগঞ্জের সৈয়দপুর গ্রামের ব্যবসায়ী নুর আলমের খুন
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুরে নুরুল ইসলাম হত্যা মামলাকে কেন্দ্র করে ব্যবসায়ী খুন হয়েছেন। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বুধবার দিবাগত ভোর রাতে সৈয়দপুর গ্রামের হাজী আব্দুল মন্নানের বসত বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম নুর আলম (৩০)। সে ব্যবসায়ি আব্দুল মন্নানের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত অনুমান সাড়ে ৭ টার দিকে শহিদ মিয়া তার ছেলে সামছুল মিয়া, আব্দুন নুর ও আমার মামা নুরুল ইসলাম হত্যা মামলার আসামী মালেক মিয়া, সুহেল মিয়া, রবি মিয়া গংড়া আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। ভোর বেলা আমার বোন সুলতানা ঘর থেকে বাহির হয়ে দেখেন নুর আলমের ঘরের দরজা খোলা এবং টিনের চালা কাটা। নুর আলমের ঘরে ডুকে দেখেন চালের বর্গার সাথে ওড়না দিয়ে পেছানো নুর আলমের লাশ। ময়না তদন্ত শেষে নিজ গ্রামের গণ কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মো. শহিদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্যহত্যা, ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিভাবে মারা গেছে ময়না তদন্ত রিপোর্টে জানা যাবে।
এমএসএম / এমএসএম