গবিসাসের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) বিকেল ৪ টায় এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে শেষ হয় এবং শেষে আলোচনা সভা আয়োজন করা হয়। বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক ড. ফুয়াদ হোসেন বলেন, ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংগ্রামী সকল সাংবাদিক ভাই ও বোনদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই দিনে সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম এবং সবসময় ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম সংযোগী ও সহযাত্রী যারা কাজ করছে তাদের সবাইকে আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আমাদের দেশে মুক্ত সাংবাদিকতার পরিবেশ এই জন্য দরকার যে, দেশে যেসব জায়গায় ভুলভ্রান্তি হয় সাংবাদিকরা সেসব ধরিয়ে দিলে ভবিষ্যতে ওই ভুল থেকে উত্তরণ সম্ভব হবে। সেই সাথে সাংবাদিকদেরও উচিত যেকোনো বিষয়ে পর্যাপ্ত যাচাই-বাছাই করে যেকোনো সংবাদ পরিবেশন করা।পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হারেজ বলেন, আজকের এই দিনে মুক্ত সাংবাদিকতার জন্য কাজ করা সকলকে শুভকামনা জানাই। গবিসাস মুক্ত সাংবাদিকতা চর্চা করবে এটাই প্রত্যাশা করছি।
গবিসাসের সভাপতি বরাতুজ্জামান স্পন্দন বলেন, ক্যাম্পাসকে বলা হয় সাংবাদিকতার আঁতুরঘর। এখান থেকেই মুক্ত সাংবাদিকতার শিক্ষা পাওয়া যায়। আমরা যদি তার চর্চা রাখতে পারি সেক্ষেত্রে বর্তমানে ক্যাম্পাসে সাংবাদিকতা করা মানুষজন যখন ভবিষ্যতে দেশের সাংবাদিকতায় নেতৃত্ব দিবে তখন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। গণ বিশ্ববিদ্যালয়ে মুক্ত সাংবাদিকতায় খুব চমৎকার পরিবেশ রয়েছে। আশা করি ভবিষ্যতেও এই পরিবেশ বজায় থাকবে।
এছাড়াও তখন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনিস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলো দিবসটি পালন করে থাকে।
এমএসএম / এমএসএম

কুবির নজরুল হলের শিক্ষার্থীর নামে 'মাদক সেবন করে উগ্র আচরণের' অভিযোগ

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

ইবিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তিকারী ফেসবুকে ক্ষমা চাইলেও প্রশাসন তদন্ত কমিটিতে আস্থা

জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনের দাবি জানিয়ে রাবিতে বিক্ষোভ

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মানবে না শিক্ষক সমিতি

কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শেকৃবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

ইবি কর্মকর্তার রাসুল (স) কে নিয়ে কটুক্তি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিশ্চিত কৃষি গুচ্ছের ভবিষ্যৎ

চারুকলা মূল ক্যাম্পাসে আনার সিদ্ধান্ত, অনশন ভেঙেছেন চবি শিক্ষার্থীরা
Link Copied