ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

চন্দনাইশের তীব্র দাবদাহে অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ১:১৯

চট্টগ্রাম চন্দনাইশের অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। ফলে চরম দুর্ভোগে দিন অতিবাহিত করতে হচ্ছে চন্দনাইশ বাসীকে। ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের শত শত টিউবওয়েলে পানি উঠছে না। তবে অল্প কিছু টিউবওয়েলে পানি উঠলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকার টিউবওয়েল গুলোতে পানি না থাকায় বিশুদ্ধ খাবার পানির খোঁজে এক টিউবওয়েল থেকে অন্য টিউবওয়েল ছুটে বেড়াচ্ছেন প্রতিবেশিরা। আবার কিছু কিছু গ্রামাঞ্চলের টিউবওয়েল মাথা চুরি হয়ে যাওয়ায় অকেজো হয়ে পড়ে আছে বেশিরভাগ টিউবওয়েল। যার ফলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে অত্র উপজেলায়। অন্যদিকে বর্তমানে চলমান তীব্র দাবদাহের ফলে চন্দনাইশ,সাতকানিয়া উপজেলা মধ্যদিয়ে প্রবাহিত হয়ে যাওয়া শঙ্খনদীর পানি প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ শুকিয়ে গেছে। ফলে চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা সহ উপজেলার কাঞ্চনাবাদ,জোয়ারা,হাশিমপুর,বরকল,বৈলতলী,বরমা,সাতবাড়িয়া,ধোপাছড়ি এলাকায় প্রায় ২৫ হাজার টিউবওয়েলে পানি উঠছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়,দীর্ঘদিন ধরে পানি না উঠায় অনেক টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ আগেও কিছু কিছু টিউবওয়েলে সামান্য পানি উঠলেও বর্তমানে তীব্র তাপদাহের কারণে একেবারেই পানি উঠছে না টিউবওয়েল গুলোতে। জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য সূত্রে জানা যায়, উপজেলায় সরকারিভাবে স্থাপিত সাব মার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ রয়েছে প্রায় দেড় হাজার। সেসব নলকূপে পানির কোনো ঘাটতি নেই। তবে অস্বাভাবিকভাবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার কিছু কিছু অগভীর নলকূপে অল্প বিস্তর পানি উঠলেও কোনো কোনো নলকূপে মোটেও পানি উঠছে না। চন্দনাইশ পৌরসভার বাসিন্দা আবদুল আলিম বলেন,বর্ষাকালে আমাদের টিউবওয়েল অধিক পরিমাণে পানি উঠলেও বর্তমানে তীব্র তাপদাহের ফলে সে টিউবওয়েলে পানি উঠছে না। ফলে যত দিন যাচ্ছে পানির ততোই সংকট বাড়ছে।পর্যাপ্ত বৃষ্টি না হবার কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে পূর্ব জোয়ারা মোবারক খলিফার বাড়ি এলাকার গৃহবধূ কুসুম আকতার জানান,গত কয়েক মাস আগেও তাদের টিউবওয়েলে অল্প অল্প পানি উঠলেও বিগত এক মাস ধরে কোনো পানিই উঠছে না। ফলে ঘরের রান্না-বান্না,হাঁড়ি-পাতিল পরিষ্কার,গোসল ও খাবারের পানি সংগ্রহ করতে হচ্ছে অনেক দূরে টিউবওয়েল থেকে। এতে কষ্টের শেষসীমা থাকে না বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ জানান,তাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় ২০ জনের অধিক। গত কয়েক বছর আগে প্রায় ১লক্ষ টাকা খরচ করে একটি টিউবওয়েল স্থাপন করে। প্রথম দিকে অধিক পরিমাণে পানি উঠলেও বর্তমানে তীব্র তাপদাহের ফলে অল্প অল্প পানি উঠছে টিউবওয়েল। তিনি আরো জানান ঠিক মত পানি না উঠার কারণে বেশি সময় ধরে টিউবওয়েল চেপে পানি ওঠাতে হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.ফরহাদ উদ্দিন বলেন,সাধারণত শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যায়। চলতি শুষ্ক মৌসুমে পানির স্তর যে পরিমাণ নিচে নামার কথা তার চেয়ে দ্বিগুণ নিচে নেমে যাওয়ার কারণে অগভীর টিউবওয়েল গুলোতে পানি পাওয়া যাচ্ছে না। অপরদিকে গত কয়েক বছর থেকে বৃষ্টিপাত কমে যাওয়া এবং গাছ কেটে ফেলা,পাহাড় কাটাসহ নানান কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। যার ফলে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি টিউবওয়েলের পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষা করাসহ বেশি বেশি গাছের চারা রোপণ করার পরামর্শ দেন তিনি।

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার